অংশ 3: Springster-রা কীভাবে সফল হয়? আমরা একে অন্যকে সাহায্য করি।
এই যে মেয়ে!
তোমার কি কখনও মনে হয়েছে যে পুরো বিশ্বের ভার তোমার কাঁধে আছে? মজা নয়! 'সবসময় একসাথে। কখনও একা নয়!' বলতে বোঝায় তোমার জীবনের সেই সব মানুষদের পাশে দাঁড়ানো যাদের তোমার সাহায্য প্রয়োজন আর কাউকে যাতে একা বিশ্বের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করা। আমরা যখন আমাদের বোনদের সাহায্য করি, তখন সব কিছুই সহজ হয়ে যায়।
ভালবাসা বিনিময় কর একজন বন্ধুর সঙ্গে, আর আমাদের বাকি সবগুলো Springster কাহিনী এখানে পড়!
Share your feedback