অংশ 4: Springster-রা কীভাবে সফল হয়? আমরা সব কিছুতেই আনন্দ খুঁজে পাই।
এই যে, মেয়ে!
বিশ্বে সবসময়ই আসুরিক, আতঙ্কজনক, বিরক্তিকর, ও অন্যায্য জিনিস থাকবে। আমরা হয় এগুলোকে আমাদের মনের উপর প্রভাব বিস্তার করতে দিতে পারি, অথবা আমরা এগুলোকে হেসে উড়িয়ে দিতে শিখতে পারি! আমরা Springster মেয়েরা হেসে উড়িয়ে দেয়াটাকেই বেছে নিই, কারণ যে মেয়েটি হাসতে জানে তাকে কেউ থামাতে পারে না!
ভালবাসা বিনিময় কর একজন বন্ধুর সঙ্গে, আর আমাদের বাকি সবগুলো Springster কাহিনী এখানে পড়!
Share your feedback