অংশ 1: Springster-রা কীভাবে সফল হয়? আমরা আমাদের পক্ষে যথাসম্ভব বেশি পরিশ্রম করতে ইচ্ছুক।
এই যে, মেয়ে!
আমরা, Springster মেয়েরা সত্যিই জানি যে পরিশ্রম করা বলতে কী বোঝায়। এর অর্থ হল একটা লক্ষ্য স্থির করা আর পুরো মনপ্রাণ দিয়ে সেই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়া। কোনো সংক্ষিপ্ত পথ নেই, কিন্তু সেখানে পৌঁছনোটাই মজার!
ভালবাসা বিনিময় কর একজন বন্ধুর সঙ্গে, আর আমাদের বাকি সবগুলো Springster কাহিনী এখানে পড়!
Share your feedback