Springster কোড

আমাদের সবাইকে একসাথে বেঁধে রাখার কমিউনিটি নিয়ে আনন্দ করা

এই মেয়ে, এই! মেয়েদের স্থান, Springster এ স্বাগতম!

Springster হল তোমার বন্ধুদের সঙ্গে মেলামেশার জায়গা, আর্কষণীয় গল্প শেয়ার করো,অদ্ভুত সব নতুন নতুন জিনিস শেখো এবং এমনকি পৃথিবীকে বদলে দিতেও পারো।

তাহলে Springster হওয়ার মানে কি?

সকলেই একজন Springster!

তুমি, তোমার বন্ধুবান্ধব, তোমার বোন... আর হয়তো তোমার বিড়ালটাও? দারুণ ব্যাপার তাই না: যেকেউ Springster হয়ে উঠতে পারে!

কখনও একা নয়, সবসময়ে একসাথে!

ভালো অথবা খারাপ সব সময়েই Springster-রা একসাথে থাকে এবং একে অপরকে সাহায্য করে।

ভালোবাসা শেয়ার করে নাও!

সঙ্কোচ করবে না! তোমার গল্পটি শেয়ার কর! কাউকে বিচার নয়, শুধু ভালোবাসা।

বিশ্বাস রাখো!

খারাপ সময়েও আমাদের বন্ধুবান্ধব, পরিবার এবং কমিউনিটি আমাদের পাশে থাকায় আমরা মনোবল হারাই না!

মনোবল হারিও না!

সহজ হলে তো সবাই করতে পারত! আমরা কঠোর পরিশ্রম করি, প্ল্যান বানাই এবং মজা করি!

প্রতিবন্ধকতাকে জয় করো!

অনেক সময়, তোমাকে অনেকে বলবে যে তুমি তোমার স্বপ্নকে বাস্তব করতে পারবে না, আসল সে তার নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে না বলেই এমন কথা বলছে। ওদের কথায় কান দেবে না, ঠিক আছে?

মজা করো!

আমরা কঠোর পরিশ্রম করি, আমরা পরিশ্রম করায় বিশ্বাস রাখি এবং তার পাশাপাশি মজা করতেও কিন্তু ভুলি না।

তুমি একজন Springster হলে তুমি সবসময় একজন Springster হয়েই থাকবে!

Springster তো সারা জীবনের জন্য! যা কিছুই হোক না কেন, আমরা সবসময়েই এক অপরকে পাশে পাবো!

দারুণ ব্যাপার, তাই না?

Share your feedback