আমার সব মেয়েদের প্রতিনিধিত্ব!

আমরাও লিডার হতে পারি

কেউ কি কখনো তোমাদের বলেছে যে ছেলেরাই শুধু লিডার হতে পারে? অথবা মেয়ে মানে শান্ত হয়ে পাশে বসে থাকা? ঠিক আছে, তুমি যদি তোমার গোটা জীবন এগুলোই শুনে থাকো তাহলে আমি এখানে রয়েছি তোমাদের জানাতে যে এটা সত্যি নয়!

আমার নাম সেলমা এবং আমি একটা মিশ্রিত স্কুলে যাই। প্রতি বছর ওখানে স্টুডেন্ট কাউন্সিলের জন্য খোলা স্থান থাকে। পড়ুয়াদের একটা দল নেতৃত্ব দখল করে আছে এবং যখন বড় সিদ্ধান্ত নেওয়া হয় সব পড়ুয়াদের হয়ে তারাই প্রতিনিধিত্ব করে । এইসঙ্গে কোনোকিছু নিয়ে যদি পড়ুয়ারা অসন্তুষ্ট হয় তাহলে প্রধান শিক্ষকের কাছে স্টুডেন্ট কাউন্সিল বিষয়টি নিয়ে যেতে পারে।

অতীতে স্টুডেন্ট কাউন্সিলের সব পদ ছেলেরাই দখল করেছিল। কয়েকজন মেয়ে লড়েছে কিন্তু ওরা সবসময় শেষ পর্যন্ত কোনো না কোনো ছেলেকেই নির্বাচন করেছে। কয়েকজন ছেলে ছিল সত্যিই ভালো লিডার, কিন্তু আমরা মেয়েরা যখন কোনো বিষয় উত্থাপন করতাম যাতে আমাদের অসুবিধে হচ্ছে, তখন এমন করা হত যে কোনোকিছুই কখনো ঘটেনি এবং কেউ কিছু শুনত না। এটা আমার কখনো সঠিক মনে হয়নি। ছেলে ও মেয়ে সবাই সমান এবং উভয়ের কথাই শোনা উচিত।

যখন আমি যোগ্য হলাম আমি স্থির করলাম কাউন্সিলের পদের জন্য লড়ব, কারণ মেয়েদের কেউ প্রতিনিধিত্ব করার জন্য এটাই ছিল সেই সময়। আমাদের মধ্যে কোনো একজনের পদক্ষেপ নিতেই হবে এবং অন্য মেয়েরা , যারা কখনো তাদের প্রকাশ করার সুযোগ পায়নি তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। এবং সেই ব্যক্তিটি হলাম আমি!

আমি খুব পরিশ্রম করে প্রচার করলাম এবং শেষপর্যন্ত পদ দখল করলাম! প্রথমে, একমাত্র মেয়ে হিসেবে ভয় পাচ্ছিলাম , কিন্তু আমি জানতাম আমাকে সাহসী হতে হবে কারণ অন্য সব মেয়েরা আমাকে দেখছে। আমাদের প্রথম বৈঠকের পর ছেলেরা দ্রুত উপলব্ধি করল যে মেয়েরাও দুর্দান্ত অবদান রাখতে পারে এবং ছেলে ও মেয়ে একসঙ্গে কাজ করলে আইডিয়াগুলো আরো ভালো হয়। আমাদের, মেয়েদের, চিন্তাভাবনার ভাবনার একটা অনন্য পন্থা আছে এবং সেজন্য যখন সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের নিজেদের মতামত প্রকাশ করাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা সর্বদা অপেক্ষা করতে পারো না কখন তোমাদের বলতে আহ্বান করা হবে, তুমি নিজেই তা প্রকাশ করো।

সেজন্য Springsters মনে রেখো, তোমার বক্তব্যের গুরুত্ব আছে এবং অন্য মেয়েরা তোমাকে লক্ষ করছে , সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখো এবং যা তোমার তার দিকে এগিয়ে যাও।

Share your feedback