পরিমাণ নয় গুণগত!
এইযে মেয়েরা
আমার নাম তৈবা আর যখন আমি উচ্চ বিদ্যালয়ে গেছিলাম দলের অংশ হয়ে সেটা ছিল বিশাল বড় ব্যাপার। যদি তোমার কোনো ‘উপদল’ না থাকে তাহলে তুমি উপযুক্ত ছিলে না।
আমি অনেক মানুষকে কপটতার আশ্রয় নিতে দেখেছিলাম এবং সেটাই তারা করছিল যা তারা করতে চায় না তবু তারা অনুভব করেছিল একটা গ্রুপে থাকলে হলে এগুলি করতে হয়।
কিন্তু আমি এখানে এসেছি তোমাদের বলতে যে বন্ধুত্ব শুধু পরিমাণগত নয়, এটা গুণগত। দশটা বন্ধু থাকার কী মানে হয় যদি তাদের মধ্যে কাউকে তোমার জন্মদিনের পার্টিতে না দেখা যায়? অথবা যখন তোমার সবচেয়ে দরকার তখন যদি কেউ সাহায্যের হাত না বাড়ায়।
আমি জানি মানানসই হয়ে ওঠার জন্য আমাদের অনেক চাপের সম্মুখীন হতে হয়, কিন্তু তোমার মতো করে দাঁড়ানোটাই প্রকৃতার্থে সবচেয়ে ভালো ! আমায় বিশ্বাস করো !
যখন তুমি তোমার মধ্যে থাকো তখনই তুমি সত্যিকারের বন্ধুদের আকর্ষণ করো, যারা তোমায় ভালোবাসে তোমাকে তুমি বলে। ওরা সেই মানুষ নয় যারা তোমায় ব্যবহার করবে বলে বন্ধু হতে চায়। যেমন আমার বন্ধু জেমা। ও আমার প্রিয় বন্ধু এবং একমাত্র বন্ধু, কিন্তু ওকে আমার জীবনে পেয়ে আমি খুশি। আমার যখনই ওকে দরকার পড়ে ও সবসময় আমার পাশে থাকে। ও আমার বিজ্ঞানের হোমওয়ার্কে সাহায্য করে, আমরা একসঙ্গে হেঁটে বাড়ি ফিরি, এবং পরস্পরের দিকে তাকাই। আমরা একসঙ্গে Springster কাহিনী পড়ি। এমনকি ও আমায় অনবরত উপহার কিনে দেয় যখন সে বাজারে যায়। এই হল প্রকৃত বন্ধু। যখন ওর কিছু দরকার পড়ে তখনই শুধুমাত্র ও আমায় কল করে না। অথবা কোনো ব্যাপারে আমাকে শো অফ করে না। ও আমাকে বলে ওর ভালো দিন এবং খারাপ দিন সম্পর্কে! আমি ওর সম্পর্কে সব জানি এবং ও আমার সম্পর্কে সব জানে।
আমি আরো বন্ধুর জন্য কখনো জেমাকে বাদ দিতে পারব না। ও হল একের মধ্যে দশ লাখ বন্ধু সমান! আমি ওকে এজন্য ভালোবাসি।
সুতরাং Springsters, তোমার ক’জন বন্ধু আছে তার সংখ্যার ওপর ফোকাস করো না... ফোকাস করো তোমার কী ধরনের বন্ধু আছে তার ওপর, এবং নিশ্চিত হও যে তারা খুব ভালো।
Share your feedback