আমি একটা অবস্থান নিতে শিখেছি
আমার সতীর্থ ফরিদাকে সবসময় বুলি করা হত। ওপরের গ্রেডের মেয়েরা ওকে কোনো কারণ ছাড়াই খ্যাপাতো । খারাপ মন্তব্য করত , ওর ব্যাগে খারাপ বস্তু রাখত অথবা খেলার মাঠে ওকে উপহাস করত।
যদিও আমি এবং আমার বন্ধুরা এগুলো ঘটতে দেখতাম এবং বন্ধ করতে চাইতাম, কিন্তু আমরা ছিলাম ভীত। আমরা এসব খারাপ মেয়ের লক্ষ্য হতে চাইনি।
কিন্তু তখন আমাদের একজন বন্ধু Springster থেকে নিজের সম্পর্কে বলা একটা প্রবন্ধ শেয়ার করল, এবং আমরা সবাই সত্যি শক্তিময়ী বোধ করলাম। এটা আমাদের ফরিদা সম্পর্কে ভাবালো, এবং সেও কীভাবে কথা বলতে ভয় পায় বুঝতে পারলাম। আমার বিশ্বাস ছিল কারো বুলি হওয়া প্রাপ্য নয়। আমি জানতাম এটা ছিল ভুল।
আমার বন্ধুদের আমি বললাম পরেরবার আমি যখন ওই নোংরা মেয়েদের দলটাকে দেখব ফরিদাকে বুলি করতে, আমি ফরিদার জন্য রুখে দাঁড়াব। আমি ছিলাম নার্ভাস, কিন্তু আমি জানতাম যদি কোনোকিছু খারাপ হয় তাহলে আমার বন্ধুরা আমাকে সমর্থন করবে। পরের দিন ক্লাসে ওই খারাপ মেয়েদের দুজন ফরিদার চারপাশে খারাপ মন্তব্য দিতে থাকল। যখন আমার কাছে মন্তব্যটা এল আমি বুঝলাম এবার কথা বলতে হবে, সেজন্য আমি উঠে দাঁড়ালাম এবং ক্লাশের সামনে গেলাম আর আমাদের শিক্ষিকাকে বললাম :
‘ক্ষমা করবেন ওকু ম্যাম, এইমাত্র আমি একটা মন্তব্য পেলাম আমাদের একজন সতীর্থ সম্পর্কে যা খুব একটা সুন্দর নয়। আমার বিশ্বাস এটা বুলি করা হচ্ছে এবং আমার মতে এটা ভুল। আমি সত্যিই চাই এটা বন্ধ করার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং পরস্পরকে আরো সহযোগিতা করি।’
ওকু ম্যান সেই নীচ মেয়েদের এবং তাদের অভিভাবকদের নিয়ে কাজ করে তাদের শেখালেন কেন বুলি করা ঠিক নয় এবং পীড়িতের জন্য বিপজ্জনক হতে পারে। ফরিদা খুব কৃতজ্ঞ হল এবং ফের নিজের মতো থাকতে শুরু করল। সেদিন থেকে ক্লাসে ওকু ম্যাম আমায় বলেন যে ‘বুলি-বিরোধী’ প্রতিনিধি হতে এবং স্কুল ইভেন্টগুলিতে আমাকে বলা হত বুলি করা বন্ধে সাহায্যের জন্য আমার পরামর্শ শেয়ার করতে।
আমি পড়ুয়াদের বলি কীভাবে তারা একজন বিশ্বাস্য বয়স্ক মানুষকে, যিনি সাহায্য করতে পারেন, বুলি সম্পর্কিত বিষয়ে রিপোর্ট করা উচিত। কখনো তাদের নিজেকে বিপদে ফেলা অথবা বুলিদের বিরুদ্ধে আগ্রাসী হওয়া উচিত নয়। সাহায্যের জন্য বন্ধুদের বলো তাহলে তোমার কখনো এটা একা করতে হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা জানা যে এটা বন্ধ করার শক্তি তোমার আছে। মাত্র একজন মানুষের কথা কারো জীবন পরিবর্তন করতে পারে - আজই উঠে দাঁড়াও!
Share your feedback