অংশ 8: Springster-রা কীভাবে সফল হয়? আমরা সবাইকে অন্তর্ভুক্ত করি।
এই যে, মেয়ে!
Springster হওয়ার অর্থ হল মানুষের প্রতি ভালবাসা, সম্মান ও সহানুভূতিপূর্ণ আচরণ করা। আমাদের বিশ্বে সবাই সমান - এমন কি তোমার যদি কাউকে আলাদা বলে মনে হয়, তাহলেও মনের গভীরে আমরা সবাই সমান। যে কেউ এবং প্রত্যেকেই Springster হতে পারে, তোমরা সবাই এখানে স্বাগতম!
ভালবাসা বিনিময় কর একজন বন্ধুর সঙ্গে, আর আমাদের বাকি সবগুলো Springster কাহিনী এখানে পড়!
Share your feedback