প্রয়োজনে বন্ধুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া
আমার কাছে টাকা ধার চাইল কিন্তু ওই টাকা নিয়ে কী করবে তা আমাকে জানালো না।
কেউ তোমার সুপরিচিত হলে তাকে খারাপ পথে যেতে দেখলে বাধা দাও।
এই সত্যি ঘটনাটা পড়ে দেখ: বাইকে আমাদের সাথে দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় আমি রক্ষা পেলেও তার হাত ভেঙে গেল। ব্যথা কমাতে ডাক্তার তাকে ওষুধ খেতে দিলেন। এখন সে সেরে উঠেছে তবে আমায় সে বলল যে সে নাকি ওই ওষুধ এখনও খেয়ে যাচ্ছে। তার নাকি ওই ওষুধ খাওয়ার নেশা হয়ে গেছে। আমি শুনে হতবাক হয়ে রইলাম এবং কিছু বুঝে উঠতে পারলাম না।
কেউ নেশাগ্রস্ত হলে পড়লে তার নেশার জিনিস পেতে সবকিছু করতে পারে। নিজের ভালোমন্দ জ্ঞান থাকে না এমনকি অন্যদের ভালোমন্দের তোয়াক্কা করে না। নেশার জিনিস কিনতে সে মিথ্যা কথা বলতে পারে, টাকা চুরি করতে পারে বা টাকা ধার নিতে পারে।
কেউ কীভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে? ড্রাগের নেশা ধীরে ধীরে চেপে বসে। একবার নেশা ধরে গেলে, তোমার বন্ধুর আচরণ বা চিন্তাভাবনা বদলে যেতে পারে। এমনকি তোমার সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে।
কেউ নেশায় আসক্ত হয়ে পড়লে তার প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
আমি আমার বন্ধুর সাথে কথা বললাম। আমি তাকে পরিষ্কার করে জানালাম যে আমার ধার দেওয়া টাকা নিয়ে সে বাজে কোনো কাজে খরচ করলে আমি তাকে টাকা ধার দেব না। তবে তার কোনো ধরনের সাহায্যে আমি তার পাশে থাকব। এই কথা শুনে সে রেগে চলে গেল।
এই ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 16 বছর। সে আমাকে সাথে নিয়ে ডাক্তারের কাছে গেল এবং ধীরে ধীরে সে তার নেশা থেকে বেরিয়ে আসতে পারল। পরিবার এবং বন্ধুবান্ধবদের ভালোবাসাই তার কাছে সবথেকে বেশি প্রয়োজন ছিল।
আমার এই বন্ধুটির মতোই তুমিও যদি এমন কাউকে জানো যে ড্রাগের নেশায় আসক্ত তাহলে বড় কাউকে তা জানাও এবং তার কাছ থেকে সাহায্য চেয়ে নাও।
কেউ নেশায় আসক্ত হলে সেই কথাটি গোপন করে রাখলে চলবে না। অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে আমরা পিছুপা হই তবে প্রকৃত বন্ধুকে তার প্রয়োজনে সাহায্য করতে আমাদের সম্ভাব্য সবকিছুই করা উচিত।
Share your feedback