নিজের জন্য চেষ্টা করুন এই মজার কাজকর্মগুলি করতে!
আমার নাম ক্যারোলিন, স্কুলছুটির দিনগুলিকে আমি খুব অপছন্দ করতাম কারণ ঐ সমস্ত দিনগুলিতে মাকে সাহায্য করা ছাড়া আমার কোন আনন্দ করার কাজ থাকতো না-যা আমার মন খারাপ করাতো! সৌভাগ্যবশত, এরকম এক ছুটির দিনে আমার খুড়তুতো বোন মারিয়া আমাদের সঙ্গে দেখা করতে আসে। সে ছিল উচ্ছ্বলতায় ভরা এক মেয়ে, আর মারিয়ার দেখানো পথেই আমার সৃজনশীল কাজগুলি আমার ও পরিবারের মধ্যে বিনোদনের মজা এনে দিয়েছে।
তোমার পারিবারিক ইতিহাসের একটি বই তৈরি করো
প্রথম বিষয়টা হলো আমরা সবাই মিলে একটা বই তৈরি করলাম যার মধ্যে ছিল আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর মুহূর্তের ঘটনাগুলির সম্বনয়। 6মাস পূর্বে আমাদের ঠাকুমা চিরবিদায় নিয়েছিলেন, আর মারিয়া বুঝেছিল যে সেইসময়ে ঠাকুমার বলা গল্পগুলি আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। সুতরাং স্কুলের অনুশীলন খাতাগুলি থেকে পাতা নিয়েছিলাম এবং ঘরে থাকা নীল ও লাল রঙের কলমগুলি ব্যবহার করেছিলাম। যখন গল্প লেখা শুরু করলাম, খাতার বর্ডারে একটা ছিদ্র করে নিলাম যাতে পরে সব পাতাগুলি একসঙ্গে সুতোয় বেঁধে ফেলা যায়। দেখলে তো কী সোজা ব্যাপারটা! তুমিও এরকম একটা তৈরি করছো না কেন?
বর্ণমালার খেলাটা খেলো
মারিয়া আমাকে এই বর্ণমালার খেলাটিও শিখিয়েছিল; বর্ণমালার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষরগুলি দিয়ে তুমি একটি করে নাম দেবে। কিন্তু এরমধ্যেই রয়েছে কৌশল; তুমি যে নাম দেবে তা অবশ্যই একই বিষয়ের অংশ হতে হবে-যেমন বিভিন্ন খাদ্য, গায়কগণ, ঐতিহাসিক ব্যক্তিত্ব প্রভৃতি। আমরা খেলতাম এই খেলাটি একবার শেষ হয়ে গেলে আবার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে খেলতাম এমনকি আমার মাও এই খেলায় অংশ নিতেন!
সাহায্যের হাত বাড়িয়ে দাও
কাউকে প্রয়োজনে সাহায্য করা পুরস্কার পাওয়ার থেকেও অনেক বেশি।তাই, মারিয়া এবং আমি প্রতি সপ্তাহের কয়েক ঘন্টা কাজ করতাম আমাদের স্থানীয় কম্যুউনিটি কেন্দ্রে বয়স্কদের পড়ানো ও লেখানোর জন্য। আমার প্রতিবেশীদের কাজে নিজেকে নিয়োজিত করে আমার সত্যি খুব নিজেকে ধন্য মনে হয়, তাদের পড়া ও লেখায় সাহায্য করতে আনন্দ লাগতো।
এখন, আমি স্কুল ছুটি থাকলে খুব আনন্দ পাই কারণ তাতে আমি অনেক নতুন নতুন কাজ করার সময় পাই যাতে আমি খুব ব্যস্ত এবং ক্লান্ত হয়ে পড়ি। আমার খুড়তুতো বোনের এর জন্য সমস্ত ধন্যবাদ প্রাপ্য, মারিয়া যে আমায় অনুপ্রাণিত করেছিল আমার সৃজলশীলতাকে কাজে রূপদান করাতে এবং চারপাশের সম্পদগুলি চিনে নিতে।
Share your feedback