আমার কি সঞ্চয় করা উচিত?

কখন খরচ করতে হবে এবং কখন সঞ্চয় করতে হবে তা শেখা হল আপনার স্বপ্ন পূরণ করার গোপন রহস্য!

যখন আপনার বন্ধু নেহা স্কুলের পর সর্বদা খাওয়ার জন্য পয়সা খরচ করে তখন অথবা যখন আপনার সামনে আমার জন্য পারফেক্ট স্কার্ফ কম দামে পাওয়া যায় তখন খরচ না করে থাকা যায় না। এবং যখন আমি নিজের কাছে প্রতিশ্রুতি করেছি যে আমি সঞ্চয় করব তখন সর্বদা আমার মানিব্যাগে পয়সা থাকে না…

সময়ে সময়ে নিজেকে খারাপ করার মধ্যে খারাপ কিছু নেই তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এখন আপনি ছোট কিছু পেতে গিয়ে পরে বড় কিছু মিস করবেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন কখন খরচ করা সার্থক?

প্রয়োজন আছে না এমনিই নিচ্ছেন? কখনও কখনও ঐসব ফ্যান্সি জুতো আপনার কাছে আবশ্যক হয়ে যায় (বিশেষ করে সামনে যখন নতুন উৎসব আসন্ন!) কিন্তু সত্যিই কি আপনার সেগুলির প্রয়োজন আছে? প্রয়োজন মানে এগুলি ছাড়া আপনার চলবে না – স্বাস্থ্যকর খাবার, স্কুলের জুতো, আপনার ঠান্ডা লাগলে তার ওষুধ। সেগুলি হল এমন জিনিস যা আপনি শুধুই চান!

সেগুলি হল এমন জিনিস যা আপনার পছন্দের কিন্তু এগুলি ছাড়াও আপনি থাকতে পারবেন। নেহা সর্বদা ফ্যাশনের জন্য অর্থ ব্যয় করে – যেমন নতুন কানের দুল– বিনিয়োগের মতো। কিন্তু সত্যিই কি তাই? আজ নেহার কানের দুল দেখতে সুন্দর কিন্ত সেটি কদিন পর তা আর নাও থাকতে পারে। ভালো বিনিয়োগ হল এমন কিছু যা বছরের পর বছর থাকে বা অনেক মাস ধরে থাকবে। এই সিজনের চলতি কোনো জিনিস কিন্তু পরবর্তী সিজনে চলতি নাও হতে পারে তাই তা কেনার পরিবর্তে নেহা সঞ্চয় করতে পারত, যার ফলে সে পরের শিক্ষাবর্ষের জন্য জুতো কিনতে পারে। প্রয়োজনগুলি যে সবসময় বিরক্তিকর বা গম্ভীর হবেই তা নয় – কখনও কখনও তা মজারও হতে পারে – যেমন শহরের কমিউনিটি সেন্টারে ঐ টাকায় কম্পিউটার কোর্স করার মতো!

ভালো বিনিয়োগ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে – একটি সেলাই মেশিন, যাতে আপনি নিজে অর্থ উপার্জন করতে পারেন বা পরবর্তী পড়াশোনার জন্য টিউশনের খরচ চালাতে পারেন। এইসব বিষয়ের জন্য আপনাকে সঞ্চয় করতে হবে। যার মানে সুন্দর স্কার্ফকে না বলা নয়, কিন্তু এর জন্য অপেক্ষা করলে তা ভালো হবে, এবং যখন আপনার হাতে নগদ আসবে ও আপনার স্বপ্ন পূরণ হবে তখন আপনি খুবই গর্বিত হবেন!

Share your feedback