তুমি কী জানতে যে তোমার ভিতরে এই সকল শক্তি আছে?
ওহে Springster!
আমরা তোমাকে একটা বিরাট গোপন বিষয় জানাতে চলেছি। তুমি প্রস্তুত তো? ঠিক আছে তাহলে এবার এগোনো যাক।
বেঁচে থাকাটা খুব সহজ বিষয় নয়, আমাদের বিশ্বাস করো, আমরা অনুভব করতে পারি তোমার উপলব্ধির কথা। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হই, আর তার মোকাবিলায় আমাদের মনে অন্য বিকল্প চিন্তা এসে উদয় হয়, সব ছেড়ে পালাই বা শক্তি চাই আরো বাঁচতে।
কোন বিকল্পটি তোমার মনে হয় একজন Springster পছন্দ করবেন? বিকল্প 2, অবশ্যই! একজন Springster পলায়নের কথা ভাবতে পারেন কিন্তু তিনি তখনও ভাববেন নিজের অন্তস্থ অসীম ক্ষমতার কথা।
তুমি হয়তো ভাবছ, ‘আমার? অসীম ক্ষমতা? না হতে পারে না, আমি তো কেবল একজন সাধারণ মেয়ে’ ভালো কথা, তুমি পারছ না। যদি তুমি নিত্য পড়ে থাকতে Springster এর গল্পগুলো এবং নিজেকে Springster ভাবতে তাহলে তুমি পেতে একটা বিশেষ শক্তির মধ্যে প্রবেশ করতে যা তোমাকে শক্তি দিতো সমস্ত চ্যালেঞ্জ প্রতিরোধ করে জয়ী হতে।
সুপারস্টার 1: তুমি পেয়েছ আত্মবিশ্বাস
একজন Springster হওয়ার জন্য তোমার নিজের মধ্যে রয়েছে আত্মবিশ্বাসের 101টি কারণ। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তুমি পাবে আত্মবিশ্বাস যা তোমার জীবনের সমস্ত বাধাকে জয় করাবে, তোমার চারপাশের মানবসম্প্রদায়ও পাল্টে যাবে। কখনো ভুলে যাবে না মর্যাদার মূল্যায়ন ও জীবনের প্রকৃত উদ্দেশ্য। তুমি নিজের প্রতিভা এবং উপহার দিয়ে খুলে দিতে পারো আত্মপ্রত্যয়ের চাবিকাঠি যা তোমার মধ্যে আনবে কর্মশক্তি, জাগিয়ে তুলবে পরোপকারের মানসিকতা।
সুপারপাওয়ার 2:তুমি শক্তি পেয়ে গেছো
তোমার কখনো যদি মনে হয় কোন কিছুকে অসম্ভব, মনে রাখবে অত্যাশ্বচর্যবস্তুগুলি নারী হিসাবে তোমরা পেয়েছ, প্রতিদিন অর্জন করে চলেছ সমগ্র পৃথিবীতে, যদি তারা পারে, তুমিও পারবে। সুতরাং বড় চ্যালেঞ্জ যখন মোকাবিলা করবে, ভুলে যাবে না তোমার অন্তরস্থ নারী শক্তির কথা।
সুপারপাওয়ার 3: তুমি কখনই নিঃসঙ্গ নও
সময় যখন খুব কঠিন, তুমি বন্ধুদের পরিবারের ও প্রতিবেশি Springster এর সমর্থন পাচ্ছেন না-জীবনটা নিজের মতো করে চলছে না। আমরা তোমাকে তখন ফিরে পেয়েছি! চ্যালেঞ্জ দ্বারা আবেগপ্রবণ হয়ে উঠলে তোমাকে বলা হচ্ছে একটা স্মার্ট কিছুতে আত্মনিয়োগ করো!
ป.ล. มาเข้าร่วม ชุมชน Facebook ของเราเพื่อรับเคล็ดลับจาก Springster ให้มากขึ้นไปอีก
Share your feedback