কথা বলা তোমার জীবন পালটে দিতে পারে

সমস্যায় পড়লে নিজেকে ক্ষমতাহীন মনে করো না

কখনো কখনো, আমরা সমস্যায় পড়লে মনে হয়, আমাদের সামনে যেন একটা প্রাচীর প্রতিদিন উঁচু হয়ে দাঁড়াচ্ছে। প্রাচীরের একেকটা ইট ভেঙে ফেলা যেন অসম্ভব কার্য -প্রাচীরটা বিশাল মনে হওয়াতে সবকিছু দিশাহীন হয়ে দাঁড়াচ্ছে।

কিন্তু যদি আপনি প্রথমেই সাহসী পদক্ষেপ গ্রহণ করেন এবং আপনার সমস্যাকে বিবরে ফেলে দেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন কত তাড়াতাড়ি কীভাবে সবকিছু ভালোর দিকে এগিয়ে যাচ্ছে।

একটি সমস্যার বণ্টন
কারা-র বিদ্যালয়ে কোনো ভালো শৌচাগার নেই। কোন ব্যক্তিগত কুঠুরি নেই, তাদের হাত ধোওয়ার কোন সিঙ্ক নেই। যখন মেয়েটি বা তার ক্লাসের অন্যান্য মেয়ের মাসিক ঋতুচক্র হত, তাদের অনেক মাইল দূরে যেতে হত হেঁটে সঠিক সুবিধা পাওয়ার জন্য।

ক্রোধ পরিবর্তিত কর্মযজ্ঞ
একদিন শৌচাগারে যাওয়ার সময়, কারা ক্রুদ্ধ হয়ে ওঠে। সে তার প্রিয় ক্লাসটি করতে অক্ষম হয়। তার এক বন্ধু পুরো এক সপ্তাহ স্কুলে আসেনি তাতে ও আরো বিভ্রান্ত হয়ে গেছিল।

সে মনে করল যথেষ্ট হয়েছে। এটা ঠিক হচ্ছে না - না। ছেলেদের এ বিষয়ে কোনো কষ্ট ভোগ করতে হয় না, মেয়েরা পরিশ্রমী ও বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও তাদের ছেলেদের থেকে পিছনে থাকতে হচ্ছে। তার অন্তস্থ ক্রোধ বিভ্রান্তি, লজ্জা সরিয়ে দিল। সে মনের জোরে নার্ভ শক্ত করে শিক্ষিকাদের কাছে গেল।

একতার ক্ষমতা
কারার শিক্ষকরা তার সঙ্গে একমত হল যে কিছু করা দরকার, তারা কারাকে বলল পুরো ক্লাসের একদল মেয়েকে এবিষয়ে সমস্যার গভীরতা নিয়ে জানাতে এগিয়ে আসতে। তখন, সকলে, প্রধান শিক্ষকের নিকট যাবে বলে ঠিক করল এবং ব্যাখ্যা করে জানাবে কীভাবে তারা প্রায়শই ক্লাস করতে অক্ষম হয়।

বিশ্বাসের ভিত্তি
প্রধানশিক্ষককে বোঝাতে তারা সক্ষম হল। তারা একসঙ্গে কঠিন পরিশ্রম ব্রতী হল তৈরি করতে সংগ্রহকারী একটি সংগঠন, স্থানীয় মহিলাদের, কমিউনিটি সেন্টারের কাছে গিয়ে তারা বলল এবং তাদের প্রয়োজনীয় সমর্থন অর্জন করল।

মেয়েরা তাদের দক্ষতা এবং আত্মবিশ্বাসে সমৃদ্ধ হয়ে উঠল। পরিশেষে শৌচাগারও তৈরি হল। মেয়েরা যখনই এটা ব্যবহার করত তখনই নিজেদের গর্বিত মনে করত, এটা জেনে কারণ তাদের সাহসের জোরে নিজেদের কথা স্পষ্ট করে বলাতেই তাদের এই সাফল্য।

ঘটনার শিক্ষালাভ
অবশ্যই সমস্যা উত্তর সর্বদা আপনি যার সন্মুখীন হচ্ছেন তা পাঁচিল সরিয়ে ইমারত তৈরি করতে পারে না। কিন্তু শেয়ার করা শুরু করলে, আপনার মতো একই সমস্যায় ভুক্তভোগী ভুক্তভুগী অঅনেকের সন্ধান পাবেন, একই সমস্যার সবাইকে নিয়ে সমস্যার প্রতিবন্ধকতার দেওয়াল ভেঙে ফেলে বিরুদ্ধতাকে জয়লাভ করা যায়। গুডলাক!

Share your feedback