এই ৭টি উদ্ধৃতি তোমায় কথা বলাবে
তুমি যদি কথা না বলো তাহলে পৃথিবী কী করে জানবে যে তুমি রয়েছ? মেয়েরা তোমরা যা বলো তা গুরুত্বপূর্ণ! কোনোকিছু সম্পর্কে তোমরা যা অনুভব করো তা গুরুত্বপূর্ণ। তোমাদের কণ্ঠস্বর নিয়ে তোমরা যা করো তারও গুরুত্ব আছে। এখানে কয়েকটি অনুপ্রেরণামূলক উদ্ধৃতি দেওয়া হল তোমাকে কথা বলায় উদ্বুদ্ধ করতে এবং তোমার কাছে যা গুরুত্বপূর্ণ তার পক্ষ নিতে!
‘তুমি যদি কথা না বলো তাহলে তারা ভাববে সবকিছু যেভাবে ঘটছে তাতে তুমি সন্তুষ্ট। নীরবতা সম্মতির লক্ষণ।’ - সানিয়া সান্যা পার্কার
‘অনেকেই আছে তারা যা চায় তা তারা বলতে ভয় পায়। এজন্যই তারা যা চায় তা পায় না।’ - ম্যাডোনা
‘তুমি যদি কখনো না বলো তাহলে কিছুই কখনো পরিবর্তন হবে না। সুতরাং পার্থক্য সৃষ্টি করো, যতক্ষণ পারো চেষ্টা করো... তুমি জানো একেবারে চুপচাপ শান্ত থাকার চেয়ে তুমি কিছু করেছিলে। - অজানা
‘সব সমাজেই দারিদ্র্য সম্ভব কারণ কেউ কথা বলতে চায়নি।’ - সানডে আদেলাজা
‘যতবার একজন মেয়ে নিজের জন্য উঠে দাঁড়ায়, সে দাঁড়ায় সব মেয়ের জন্য।’ - মায়া অ্যাঙ্গেলো
‘যদি তোমার মনে হয় কিছু ভুল হচ্ছে, কথা বলতে ভয় পেয়ো না। এমনকি যদি তুমি ভাবো তারা শুনবে না, যে কোনোভাবে কথা বলো।’ - অজানা
‘পৃথিবী অনেক কষ্ট পেয়েছে। খারাপ মানুষদের জন্য নয়, বরং ভালো মানুষের নীরবতার জন্য।’ - অজানা
আশা করি তুমি উদ্বুদ্ধ হয়েছ, এখন কথা বলার সময়!
Share your feedback