নিজেকে নতুন করে আবিষ্কার করো!

তোমার এখনও পর্যন্ত জীবনের সেরা বছরটার জন্য।

এটা একেবারে নতুন একটা বছর, এখনই চিন্তাভাবনা করে নিয়ে এ বছরের জন্য একটা লক্ষ্য স্থির করে নেওয়ার সঠিক সময়। তুমি কি নতুন করে কিছু শুরু করতে চাও বা কোনও কিছুতে আরও ভাল হয়ে উঠতে চাও?

তুমি কি জনসমক্ষে আরও ভাল করে বক্তৃতা দিতে চাও, নতুন নতুন বন্ধু করতে চাও, নতুন করে কোনও খেলাধুলোয় মন দিতে চাও বা নতুন কোনও ব্যবসা শুরু করতে চাও- তোমার সমস্ত স্বপ্নই সফল হবে!

নতুন কিছু শুরু করতে যাওয়ার আগে সত্যিই ভয় লাগে, কিন্তু এখানে কিছু টোটকা দেওয়া হল, এগুলো মেনে চললে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে।

1.শুরু থেকে শুরু করো

তুমি যদি মহাকাশচারী হতে চাও- তাহলে প্রথমেই আকাশে উড়ে যাওয়ার দরকার নেই। তার চেয়ে অনেক বেশি জরুরি হল বিজ্ঞানের ক্লাসগুলো মন দিয়ে করা।

বড়সড় পরিবর্তন আনতে গেলে সময় লাগে, তাই বাস্তবসম্মত পথে বুঝেশুনে পা বাড়াতে হয়। আজ তুমি ছোট ছোট তিনটে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো, লিখে নাও। এর পাশাপাশি নিজের কোনও সাফল্য থাকলে তা নিয়ে আনন্দ করে নিতেও ভুলো না!

2.চেনা গণ্ডি থেকে বেরোও

নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে ভালই লাগে। কিন্তু তুমি যদি এর থেকে বেরোতে না-পারো, তাহলে উন্নতি করতে পারবে না। নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে নিশ্চয়ই ভয় লাগে- সবসময় তোমার মনে হতে পারে, “কী হবে, যদি আমি ব্যর্থ হই”, “কী হবে, যদি সবাই আমাকে বোকা ভাবে বা আমার কথাগুলোকে সবাই বোকা-বোকা মনে করে”। একটা কথা মনে রেখো, এই ভাবনাগুলো তোমার মনের মধ্যে আসে নিজের চেনা গণ্ডির মধ্যে থাকলে। তাই এরপর কখনও যদি এমন সব ভাবনা মাথার মধ্যে আসে, তাহলে নিজেকে শুধু একবার বোলো, “ আমাকে এতদিন ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ- কিন্তু এখন আমাকে বেরোতে হবে।”

3.অপরের সাহায্য নাও

নতুন কোনও দক্ষতা অর্জন করতে চাইলে এমন কোনও লোকের কাছে গিয়ে সেটা অর্জন করতে শেখো, যার প্রতিভাকে তুমি পছন্দ করো। বেশির ভাগ লোকই এটা বলতে ভালোবাসে যে, কোন ব্যাপারে তাদের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। আর তারা যা জানে সেটা তোমাকেও শেখাতে পারলে তাদের ভালই লাগে। তাদেরকে গিয়ে বলতে হবে, তাদের প্রতি তোমার মনে কতখানি শ্রদ্ধা আছে।

4.দু’-একবার হোঁচট খাওয়া সইতে হবে

চরম আত্মবিশ্বাসী মানুষও আজ যেখানে গিয়ে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য তাঁকেও প্রচুর সাধ্যসাধনা করতে হয়েছে। প্রত্যেককেই নিজের স্বপ্নপূরণের পথে চলতে গেলে হোঁচট খেতেই হয়।

তুমি হয়তো কোনও একটা খেলার দলে নাম লেখাতে চাইছ- কিন্তু প্রথমবার চেষ্টা করে তুমি ব্যর্থ হলে। এটা স্বাভাবিক ব্যাপার। বারে বারে হোঁচট খাওয়া মানেই হল, তুমি নিজেকে ভাল মতো গড়ে তোলার জন্য আরও সময় পেয়ে গেলে।

সবচেয়ে জরুরি কথা হল, কখনই হাল ছেড়ো না আর যত পারো নিজেকে গড়ে তোলার পেছনে সময় দাও, একদিন তুমি সফল হবেই!

Share your feedback