নিজেকে চিনে নাও

তুমি নিজের মধ্যে লুকিয়ে থাকা তুমিকে চিনে নাও

তোমার সাথে কি এমনটা কখনও হয়েছে? একদিন সকালে উঠে তুমি আয়নার দিকে তাকিয়ে দেখলে… "হে ভগবান! আমি কে?! আয়নায় কে আমার দিকে এমন করে চেয়ে রয়েছে?"

আমাদের সবারই এমন মনে হয়। বিশেষ করে যখন আমাদের বয়স কম থাকে এবং অনেক পরিবর্তন আসতে থাকে। তাহলে তুমি আসলে কে? তোমার আসল পরিচয় কি এবং তুমি মাঝেমধ্যে যার ভান করে থাকো সে কে? নিজেকে জানা অনেক সময় ভয়ের হতে পারে তবে তোমাকে যা করতে হবে তা হল নিজের মধ্যে অ্যাডভেঞ্চার নিয়ে আসা।

নিজেকে গড়ে তোলো
তুমি যা হতে চাও তাই হতে পারবে! তুমি সবথেকে বেশি আনন্দ কিসে পাও? তোমার কিসে প্রতিভা রয়েছে? অন্য কারোর থেকে তুমি কি বেশি ভালো করতে পারো? তুমি কি তোমার ক্লাসের অন্যদের থেকে সবথেকে বেশি জোড়ে দৌড়াতে পারো? তোমার বাড়িতে অন্যদের থেকে সবথেকে বেশি ভালো খাবার বানাতে পারো? সবাইকে আনন্দ দিতে পারো? তুমি কিসে ভালো তা বুঝতে চেষ্টা কর এবং তোমার কী ভালো লাগে তা বুঝতে চেষ্টা কর এবং তারপরে সেই মতো নিজেকে তৈরি কর। এইভাবেই তুমি নিজের ভালোমন্দের কথা জানতে পারবে।

15 বছর বয়সী হাই স্কুল ছাত্রী দেবীর কাছ থেকে আমরা জানতে পারি যে, শিল্পকলার প্রতি আগ্রহের বিষয়ে সে বুঝতে পারার পরে সেই নিয়েই সে আরো বেশি করে মনোযোগ দিতে থাকে। সে উপলব্ধি করতে পারে শব্দের তুলনায় আঁকার মধ্য দিয়েই সে তার মনের ভাবকে আরো ভালো ভাবে প্রকাশ করতে পারছে। সে তার শৈল্পিক সত্ত্বা দিয়েই বন্ধুদের হাসায়, পরিবারের সাথে ভালোবাসা শেয়ার করে নেয় এবং নিজের মনের ভাবকে প্রকাশ করে!

অ্যাডভেঞ্চারের সময় এসেছে!
তুমি কোন জিনিসটি ভালো করতে পারো তা কি তুমি এখনও বুঝে উঠতে পারোনি? কোনো ব্যাপার না! বিভিন্ন জিনিস নিয়ে চেষ্টা করলে তবেই তুমি নিজের কোনটা পছন্দ কোনটা অপছন্দ তা বুঝতে পারবে। প্রতিদিনই নতুন কিছু করে দেখ, তা খুব ছোট কিছুও হতে পারে। এমনকি আপনার তা করতে ভালো না লাগলেও।

20 বছর বয়সী কলেজ ছাত্রী লি'র কাছ থেকে আমরা জানতে পারি যে, মিডল স্কুলে সে যদি একটি লেশনে যোগ না দিত তাহলে ইংরাজি শেখার সিদ্ধান্ত হয়তো সে কোনো দিনই নিত না। ভাষার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু তার প্রিয় বন্ধুটি একটি কোর্সে ভর্তি হওয়ায় সেও তার সাথে সেখানে বেশি করে সময় কাটাতে পারবে বলে কোর্সে ভর্তি হয়ে গেল। কখনও ভাবেনি যে তার ভাষা শিক্ষা ভালো লেগে যাবে এবং তার পেশা হিসাবে বেছে নেবে।

নিজের প্রতি বিশ্বাস রাখা নিজের সম্পর্কে, নিজের আগ্রহ এবং প্রতিভার বিষয়ে তুমি যাই আবিষ্কার কর না কেন এমনটা কথা মনে রাখবে যে তুমি যেই হও তুমি অসাধারণ। তোমার তুলনা নেই। জীবনে কখনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হলেও নিজের প্রতি বিশ্বাস হারাবে না। প্রতি অভিজ্ঞতাই তোমাকে কোনো না কোনো শিক্ষা দেবে এবং যত ভুলই কর না কেন তা একদিন শুধু ইতিহাস হয়েই রয়ে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখ কেননা আমরা তোমার বিষয়ে সমান ভাবে বিশ্বাসী!

Share your feedback