তোমার কি কোন স্বপ্ন রয়েছে?

এগুলো ঘটতে দাও!

  • যদি তোমার মনে লক্ষ্য নির্দিষ্ট থাকে তবে একই ক্ষেত্রে সফল ব্যক্তিদের খুঁজে বের কর। এটি কী ভাবে সম্ভব তা তাদের জিজ্ঞাসা করুন।
  • তোমার ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্পর্কে সম্ভব সমস্ত কিছু পড়। তাদের গোটা যাত্রাপথের ও তাদের বেছে নেওয়া উপায়গুলো লিখে রাখ।
  • তোমাকে বাজেট করা, সাশ্রয় এবং অর্থ পরিচালনা শিখতে সাহায্য করতে পারে এমন প্রশিক্ষণ প্রোগ্রাম বা মেয়েদের ক্লাব খুঁজে নাও। এই দক্ষতাগুলো জীবনে অনেক দূর নিয়ে যায়।
  • কাজে ভুল করা সম্পর্কে ভীত হবে না। এর পরিবর্তে সেগুলো থেকে শিখে নাও। এগুলো তোমাকে আরও শক্তিশালী করে তুলবে।
  • আপনার উদ্দেশ্যগুলোর ব্যাপারে আস্থা রাখ এবং উৎসাহ বজায় রাখ। কঠিন সময় আসতে পারে তা স্বীকার করে নাও। কিন্তু জানবে, তুমি জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পার!

Share your feedback