আমার কোন পথটি অনুসরণ করা উচিত

যখন তুমি বুঝতে পারছো না যে তোমার মস্তিষ্কের কথা শুনবে না হৃদয়ের কথা শুনবে

আমাদেরকে যদি আমাদের বাবা-মা আর আমাদের নিজেদের পছন্দের কোন একটাকে বেছে নিতে হয়, তার চেয়ে কঠিন আর কিছু হতে পারে না। হতে পারে যে, আমরা বাবা-মায়ের সাথে বারো বছর একই খাটে শুয়েছি ( যদিও আমি যখন মিডল স্কুলে উঠেছিলাম, আমার নিজের বেডরুমে শুতাম), তাদের সাথে একই ছাদের তলায় থেকেছি, আমাদের শিরাতে তাদের রক্ত বইছে, কিন্তু তাহলেও আমরা কিন্তু আলাদা মানুষ। আমাদের মন, আমাদের হৃদয় আলাদা।

আমি আমার লেখক হওয়ার স্বপ্নের ব্যাপারে কখনোই আমার বাবা-মাকে বলিনি। আমি অংক করার সময় আর ঘুমানোর আগে লুকিয়ে কমিক্‌সের আর গল্পের বই পড়েছি। এখন, তাঁরা আমাকে একটা বহুজাতিক সংস্থাতে কাজ করার জন্য বলছেন, যেখানে বিশাল বেতন ও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। আমি যে আমার বাবা-মাকে বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি চাই না তোমরা এই একই ভুল করো। আমি যদি শুধু আমার স্বপ্ন সম্পর্কে আমার বাবা-মাকে বলতাম, তারা হয়তো আমাকে অনেক বই কিনে দিতেন এবং হয়তো আমাকে লেখার কর্মশালাতে পাঠাতেন। তারা হয়তো আমাকে সাপোর্ট করতেন। তারা হয়তো… আমাদের অতীতে না করা কোন কাজের ব্যাপারে কথা বললে দেখা যাবে হয়তো সেটা করলে হাজারটা সম্ভাবনা তৈরী হত।

বাবা-মায়ের সাথে এই দূরত্ব বজায় রাখাটা আমার ব্যর্থতা। আমি কয়েকটা জিনিস শিখেছি। কোন সমস্যা সমাধানের প্রথম চেষ্টার সবচেয়ে ভাল উপায় হল যোগাযোগ। তোমার নিজের পথ অনুসরণ করা ভুল নয়, যদি না তুমি তার জন্য অবশেষে তোমার বাবা-মায়ের মনে দুঃখ দিচ্ছ। তাই, তাঁদের সাথে কথা বল, তোমার কথা বুঝিয়ে বল এবং তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি যে প্রচেষ্টা করছ তা তাঁদের সামনে তুলে ধর। তাঁদের হৃদয় রয়েছে, তাঁরা তোমার কথা শুনবেন। তাঁরা মানুষ, তাঁরা তোমার কথা শুনবেন। তাঁরা তোমার বাবা-মা, তাঁরা তোমার কথা শুনবেন। কিন্তু তোমাকেও অবশ্যই বুঝতে হবে যে, তাঁরা হয়তো ভিন্ন দৃষ্টিভঙ্গী থেকে জিনিসগুলিকে দেখছেন এবং তাঁরা তোমার সাথে একমত নাও হতে পারেন। তারা কি বলতে চাইছেন সেটা মন দিয়ে শোন এবং হতে পারে যে তারা যা বলছেন তা ঠিক।

এছাড়াও, এটা মাথায় রাখা প্রয়োজন যে, তোমার বাবা-মা এই পৃথিবীতে তোমার চেয়ে বেশী সময় কাটিয়েছে্ন এবং তাঁরা তোমাকে ভালবাসেন। তাই, তুমি যদি তাঁদের সাথে কথা বলার চেষ্টা কর এবং তারা যদি সেই কথা না শোনেন, সেক্ষেত্রে বোঝার চেষ্টা কর যে, তারা তোমার জন্য এই জিনিসগুলি কেন চাইছেন এবং একসাথে সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা কর। তোমার নেওয়া সিদ্ধান্তটি কি এতটাই যুক্তিসঙ্গত যে তার জন্য বাবা-মা মনে দুঃখ পেলেও কিছু করার নেই? তুমি সেদিক থেকে যা করতে চাইছ তা কি করতে পারবে? তোমার সামনে থাকা পছন্দগুলি খতিয়ে দেখ। কিন্তু চেষ্টা করতে কোন ক্ষতি নেই, তাই তাঁদের সাথে প্রথমে কথা বল। তোমার বাবা-মায়ের মুখ থেকে সরাসরি কথাগুলি শোনার আগেই যদি তুমি নেতিবাচকটি ধরে নাও, তাহলে পরে সারা জীবন ধরে হয়তো ভেবে যাবে "যদি আমি" বলতে পারতাম তাহলে কি হত।

Share your feedback