নতুন ব্যাবসা শুরু করতে চান?

কী ভাবে মানুষের মন জয় করবেন তা শিখুন!

আপনি কি কখনও নতুন ব্যাবসা শুরু করার কথা ভেবেছেন? যদি ভেবে থাকেন, তাহলে সেই ব্যাবসা চালু করার জন্য আপনাকে অনেক লোককে প্রভাবিত করতে হবে।

ব্যাবসা শুরু করতে যাওয়া মানেই বেশ রোমাঞ্চকর পথে পা বাড়ানো, এ ব্যাপারে কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিন্তু এসবে ভেঙে পড়বেন না! আপনি মানুষের ধারণা পালটে দিতে পারবেন আর তাদেরকে নিজের পাশেও পেয়ে যাবেন। এর জন্য আপনাকে শিখতে হবে যে, কিভাবে কথা বলতে হয় আর মানুষের মন জয় করতে হয়।

তানিয়া একটা ব্যাবসা শুরু করতে চেয়েছিল। বাড়িতে তৈরি চুলের প্রসাধন বিক্রি করার ব্যাবসা। কিন্তু তার বাবা-মা চাইত, সে যাতে শুধু তার স্কুলের পড়াশোনার ওপর মন দেয়। প্রথমেই প্রসাধন তৈরির জন্য তার কিছু টাকার প্রয়োজন ছিল। সেটা সে ঋণ হিসাবে বাবা-মায়ের কাছে চেয়েছিল। সে প্রথমে ঋণের টাকায় প্রসাধন তৈরির জন্য উপকরণ কিনতে চেয়েছিল, সেই প্রসাধন বিক্রি করে তার যা লাভ হত, সেটা দিয়ে পরে আরও উপকরণ কিনত।

সে তার বাবা-মাকে পাশে পেয়েছিল আর তাঁদের থেকে টাকাও পেয়ে গিয়েছিল, এইভাবে

  1. তানিয়া **প্রথমেই ভেবে নিয়েছিল যে তার বাবা-মা কী কী কারণ দেখিয়ে তার ব্যাবসা করার সিদ্ধান্তকে না বলতে পারে, তাই আগে থেকেই সম্ভাব্য প্রশ্নগুলির কিছু উত্তর মনে মনে ঠিক করে নিয়েছিল। ** তাই বলা যেতে পারে যে, সে আগে থেকেই তৈরি হয়েই এসেছিল। যেমন ধরুন, তার বাবা-মা বলবে যে, ব্যাবসা করলে তার পড়াশোনার ক্ষতি হবে। এর উত্তরে সে এটাই বলবে বলে ঠিক করে এসেছিল যে, যদি সে পরীক্ষায় ভাল ফল করে দেখাতে না-পারে, তাহলে সঙ্গে সঙ্গে সে ব্যাবসা বন্ধ করে দেবে। # আপস মীমাংসা
  2. পরে সে বোঝাল **সে ব্যাবসা করলে তার ও তার পরিবারের কী লাভ হবে ** । মানুষ যখন কোনও কথা শুনে বুঝতে পারে যে, এর ফলে তারা তাদের বাস্তবিক জীবনে কোনও লাভের মুখ দেখবে, তখন মানুষ সেই কথাটা ভাল করে শোনার জন্য আগ্রহী হয়ে ওঠে। তাই তানিয়া বুঝিয়ে বলল যে, তার ব্যাবসা থেকে যে টাকাটা উঠে আসবে, সেটা দিয়ে তারা বাড়িভাড়া দিতে পারবে। শুধু তা-ই নয়, ব্যাবসা করতে করতে সে এমন অনেক বড় বড় দক্ষতা অর্জন করতে পারবে যার ফলে সে স্কুলে আরও ভাল ফল করতে পারবে। # সুচিন্তিত ভাবনা
  3. বাবা-মাকে বা অভিভাবককে বোঝাতে হবে, **তুমি কঠোর পরিশ্রম করার জন্য দৃঢ়সংকল্প আর তোমার আগ্রহও আছে এই কাজের প্রতি, তখন তুমি নিজের লক্ষ্যপূরণের পথে তাঁদেরকেও পাশে পেয়ে যাবে** তানিয়াকে প্রথমে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু তানিয়া হাল ছেড়ে দেয়নি। উপকরণগুলো দিয়ে সঠিক মিশ্রণ তৈরি করতে গিয়ে তাকে বার কুড়ি চেষ্টা করতে হয়েছিল। # অপ্রতিরোধ্য। এই সময় তার একাগ্রতা আর দৃঢ়তার পরিচয় পেয়েছিলেন তার বাবা-মা। তাঁরা এ দেখেও মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে ব্যাবসা শুরু করার পর থেকে তানিয়া অনেক টাকা জমিয়ে ফেলেছিল।

কিছু সময় লেগেছিল কিন্তু শেষ পর্যন্ত তানিয়া সবাইকে পাশে পেয়েছিল! সবসময় মনে রাখবেন, কাউকে নিজের পাশে পেতে চাইলে ঠান্ডা মাথায় সশ্রদ্ধ ভাব নিয়ে এগোতে হবে। প্রথমেই আবেদন খারিজ হয়ে গেলে হাল ছেড়ে দেবেন না, চেষ্টা চালিয়ে যান!

Share your feedback