এই মূলমন্ত্রগুলো কাজে আসতে পারে!
মেয়েরা, একটা কথা বলি শোনো! একবার ভেবে দেখো তো— তুমি একটা বীজ মাটিতে পুঁতলে সেটা রাতারাতি গাছ হয়ে যায় না। তুমি কী গাছের বীজ পুঁতেছ তার ওপর নির্ভর করে সেটা থেকে গাছ হতে সপ্তাহ খানেক লাগতে পারে, কয়েক মাস লাগতে পারে বা এমনকী কয়েক বছরও লাগতে পারে! তার ওপর তুমি যদি কোনও বীজ পুঁতেই থাকো গাছ হওয়ার জন্য, তাহলেও শুধু বীজটা পুঁতে চলে গেলেই হয় না। সেটা যাতে বড় হয় তার জন্য সেটাতে জল দিতে হয়, দেখতে হয় যে-মাটিতে পুঁতেছ, সেখানে সেটা বড় হতে পারার মত পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর পদার্থ পাচ্ছে কি না।
তোমার স্বপ্নের ক্ষেত্রেও এই কথাগুলো প্রযোজ্য বলে মনে হচ্ছে না? তোমার স্বপ্নগুলোও হল এই বীজের মত, ফারাক শুধু এ-ই যে, স্বপ্নগুলোকে মাটিতে পোঁতা হয় না, সেটাকে পুঁততে হয় নিজের মনের ভেতরে। “আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে মহান হওয়ার বীজ।” তুমি কে বা তুমি কোত্থেকে এসেছ, এসব কোনও ব্যাপারই নয়, আসল কথা হচ্ছে তোমার মধ্যেও রয়েছে মহৎ হওয়ার বীজ।
এবার হয়তো তুমি ভাবছ— আমার তো স্বপ্নের কোনও শেষ নেই, এসব কি কখনও সত্যি হবে?
মাটিতে পোঁতা বীজের গাছ হতে যেমন সময় লাগে স্বপ্নগুলোরও সত্যি হওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়। তুমি যখন কোনও স্বপ্নকে পূরণ করার পথে এগোবে সেই সময় থেকে তোমাকে অপেক্ষা করতে হবে কোনও সুফল পাওয়ার জন্য। এই অপেক্ষার সময়টা খুব গোলমেলে, কিন্তু এখানে কিছু উপায় বাতলে দেওয়া হল, যার সাহায্যে তোমরা ঠিক ঠিক পথ ধরে এগিয়ে যেতে পারবে।
1. যাত্রাকে আপন করে নাও
সবসময় মনে রাখবে, এই জীবনটা হল একটা সুদীর্ঘ যাত্রা, এটা কোনও ছোট্ট রেস নয়। রাতারাতি কোনও মহৎ কাজ করা যায় না, তোমার স্বপ্নও রাতারাতি পূরণ হবে না। ভাল জিনিস হতে সময় লাগে, তাই ধৈর্য ধরে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে থাকো। ধীরে ধীরে এগনোটাও তো আসলে এগনোই।
2. যাত্রাকে উপভোগ করো
ভবিষ্যতে তুমি যেসব আশ্চর্য স্বপ্ন পূরণ করতে চাও, সেইসব নিয়ে ভাবতে ভাবতে সারাদিন কাটাতে থাকলে প্রতিটা দিন তোমার কাছে একঘেয়ে লাগতে থাকবে। আনন্দে থাকার মূলমন্ত্র হল এই যে, তোমার যা ভাল লাগে, সেই কাজ করে করে সময় কাটানো। এসব করার পাশাপাশি মন ভাল রাখার মত কিছু কাজকর্মও তোমাকে করতে হবে। যেমন বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু সময় কাটানো বা নতুন কোনও সখ পূরণ করার চেষ্টা করা ইত্যাদি।
3. যাত্রাপথে চলতে চলতে ভাবতেও হবে
তোমার পোঁতা বীজ যতই বড় হতে থাকবে, ততই তাকে বিভিন্ন ধরনের মরসুমের মধ্য দিয়ে যেতে হবে। কখনও ঝলমলে রোদ পাওয়া যাবে, কখনও আসবে বর্ষা। ভালো দিন যেমন থাকবে, খারাপ দিনও তেমন থাকবে। আর এই খারাপ দিনগুলো এলেই মনে হবে যে তুমি ভালো মত এগোতেই পারছ না। কিন্তু তার মানে এই নয় যে তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দেবে। তাই একটু থেমে নিয়ে ভাবতে হবে যে, তুমি এতদিনে কতটা পথ এগিয়ে এসেছ, তবেই দেখবে আরও এগিয়ে যাওয়ার জন্য মনের মধ্যে একটা সাহস পাচ্ছ।
Share your feedback