কোন সময়ে কোন পোশাক পড়তে হবে তা জানো।
আগামী সপ্তাহে তুমি তোমার প্রথম চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছো এবং ঠিক কী পোশাক পড়লে ভালো হবে তা তোমার জানা নেই? চিন্তা করো না, তুমি এখানে তার উত্তর পেয়ে যাবে। ঠিক কী পোশাক পড়তে হবে তা জেনে নাও।
ক্যাজুয়াল হোয়াইট শার্ট
শুরুতেই পোশাক কেনার কথা না ভেবে তোমার থাকা জামাকাপড় থেকেই সঠিক পোশাকটি বেছে নিতে চেষ্টা কর। তোমার তো অন্ততপক্ষে একটা হোয়াইট বাটন ডাউন শার্ট আছেই, তাই না? যদি থাকে তাহলেই হবে। অফিসে হোয়াইট শার্ট পড়ে যাওয়াই সবথেকে বেশি মানানসই হবে। ক্যাজুয়াল থেকে প্রোফেশনাল সবকিছুতেই এই হোয়াইট শার্ট চলে যাবে।
কারোর কাছ থেকে ধার নেওয়া যেতে পারে
তুমি বেশি খরচ করতে চাও না কিন্তু ইন্টারভিউতে তোমায় যেতেই হবে। দোকানে পোশাক কিনতে যাওয়ার মতো সময় তোমার হাতে নেই। তাহলে তুমি কী করবে? ওতো ভাবার কী আছে! তোমার মা তো আছেন। তার কাছ থেকে তুমি সবই পেয়ে যেতে পারবে। ভিন্টেজ বেসিক ব্লাউজার থেকে ব্ল্যাক ব্লেজার - মায়ের কাছে দেখবে সবেরই যোগান রয়েছে! তবে হ্যাঁ তাকে জিজ্ঞাসা করে তবেই নিও।
ক্ল্যাসিক জিনিস কেনো!
তোমাকে যদি পোশাক কিনতেই হয় তাহলে তুমি যে পেশায় যোগ দেবে সেই পেশার উপযুক্ত পোশাকই কেন। হাল ফ্যাশানের পোশাক না কিনে চিরাচরিত পোশাকই কেন। আকাশী নীল, ধূসর এবং কালো রঙের পোশাকই কেন। এইগুলি মিলিয়েমিশিয়ে দেখ: ক্রিস্প হোয়াইট শার্ট, ব্ল্যাক মিড লেনথ পেন্সিল স্কার্ট, স্টাইলিশ ব্রাউন লোফার! তুমি সাথে সাথে এক ক্ল্যাসিক লুক পেয়ে যাবে। তোমার বাড়ির পাশের দোকান থেকে দেখেশুনে ভালো পোশাক কিনে নিতেও পারো।
সাফল্যের পোশাক
তবে হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি মাথায় রাখো: চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার আত্মবিশ্বাস এবং তোমার দক্ষতা। ইন্টারভিউর জন্য তৈরি হওয়ার সময়ে তোমার লক্ষ্য কী তা ভালো করে জেনে নাও, যে পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছো সেই পদের বিষয়ে ভালো করে খোঁজখবর করে নাও এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে সংকোচ করবে না। পোশাকের দিক থেকে তুমি 100% পারফেক্ট হতে না পারলেও তুমি যদি তোমার আত্মবিশ্বাসে 100% পারফেক্ট হও তাহলেই হবে।
তোমার জন্য শুভেচ্ছা রইল!
Share your feedback