নিজের কাজ নিজে করো: তোমরা নিজেদের একটা স্বপ্নের পর্ষদ গড়ে তোল।

আনন্দ নাও এবং লক্ষ্যের দিকে সৃষ্টিশীল হও

ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকের নিজস্ব একটা স্বপ্ন আছে। তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার মহান পথ তৈরি হয় স্বপ্নের পর্ষদ সৃষ্টি করে। স্বপ্নের পর্ষদ তোমায় সাহায্য করে চাক্ষুষ করতে একটি ইতিবাচক জয়কে সার্থক রূপদান করতে এবং তাদের আরো সত্য নির্ভর এবং অর্জনযোগ্য করে তুলতে।

শুরু করার পূর্বে, নিজের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা গুরুত্বপূর্ণ। তোমার স্বপ্নের পর্ষদে থাকুক এমন ছবি যা তুমি হতে চাও, যা তুমি অর্জন করতে চাও, সর্বশেষে কেমন জীবন যাপন করতে চাও এবং কী কী অনুভব করতে চাও ভবিষ্যতে। পেয়ে গেছো? ঠিক আছে তাহলে এবার শুরু করা যাক।

তোমার কী করা প্রয়োজন:

  1. শক্ত একটা কাগজ খন্ড বা কার্ডবোর্ড নাও।
  2. কাঁচি এবং আঠা রাখো কাছে।
  3. এক জোড়া পুরানো ম্যাগাজিন বা খবরের কাগজ নিতে হবে।
  4. ম্যাগাজিন দেখে পচ্ছন্দসই একটি ছবি নির্বাচন করো যা তোমার ভবিষ্যতের আদর্শের সঙ্গে সমতাবিধান করে। ছবিগুলি এমন হতে পারে যারা তোমাকে অনুপ্রেরণা দান করে, এমন কোন স্থান যেখানে যেতে তুমি ইচ্ছা করো বা এমন কোন জিনিস যা তোমায় খুব আনন্দ দেয়, বা তোমার স্বপ্নের জীবিকা। তোমার স্বপ্নের পর্ষদ একান্তভাবেই তোমার নিজস্ব সুতরাং ঠিক বা ভুল ছবির বিষয় থাকবে না। বড় বড় কল্পনা করো দুঃসাহসিক চিন্তা কর যা তোমার পক্ষে করা সম্ভব।
  5. যেসমস্ত ছবিগুলি তোমাকে উদ্বুদ্ধ করে সেসমস্ত ছবি কার্ডবোর্ডে সেঁটে দাও.
  6. লিখে রাখো বা দেখো ভালো করে কিছু অনুপ্রেরণামূলক উক্তি সেগুলি উদ্ধৃত করো এবং তোমার কার্ডবোর্ড লাগিয়ে নাও।
  7. এমন জায়গায় তোমার স্বপ্নের পর্ষদ রাখো যাতে প্রতিদিন তোমার সেখান থেকে দেখতে কোন অসুবিধা না হয়, তোমার লক্ষ্য সম্পর্কে সচেতন করে তুলতে পারে। শোবার ঘরের দেওয়ালে বা দরজায় সেঁটে দাও।

এই শব্দ কত সহজ ও মজার? এটা এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন তোমাদের

আমরা যা কিছু ভবিষ্যতে হতে চাই তা নিয়ে আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলো নিজে থেকে বাস্তবায়িত হতে পারে না। আমাদের উদ্যোগী হতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। এক স্বপ্নের পর্ষদ সাহায্য করবে তোমাকে ইতিবাচক থাকতে তোমার ভবিষ্যতে এবং মনে সাহস দেবে কঠিন পরিস্থিতিতে হাল না ছাড়তে।

Share your feedback