আপনার ত্বক, চুল নখকে বিনা পয়সায় সুন্দর করে তুলুন
আপনি সত্যিই স্বাভাবিকভাবে সুন্দর। কিন্তু সময়ে সময়ে আপনার সৌন্দর্য বাড়ানো কোনো খারাপ জিনিস নয়। সুন্দর ও আত্মবিশ্বাসী হতে আপনার প্রচুর অর্থ ও দামী পণ্যের প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন তা ইতিমধ্যেই আপনার চোখের সামনে…
বাহ, দীর্ঘ অক্ষিপক্ষ
তুলোতে কয়েক ড্রপ অলিভ অয়েল বা নারকেল তেল দিয়ে ঘুমানোর আপনার অক্ষিপক্ষে লাগান। যদি আপনার তুলো না থাকে, তাহলে আপনার অক্ষিপক্ষে তেল লাগাতে আঙুল ব্যবহার করুন।
চমৎকার ঠোঁট
আপনার ঠোঁট সুন্দর রাখার একমাত্র সমাধান হল লিপস্টিক। আপনি ক্র্যানবেরি রস পান করলে (যা আপনার জন্যেও ভালো!) তা আপনার ঠোঁটে সুন্দর গোলাপী আভা এনে দেবে। যদি আপনার ক্র্যানবেরি রস না থাকে তাহলে আপনি যে কোনো স্থানীয় রেড পিষে তার রস ঠোঁটে লাগাতে পারেন।
মুক্তের মতো সাদা
লেবুর খোসা রোদে শুকনো করে পিষলে তা গুঁড়ো হয়ে যাবে। সেই গুঁড়ো দিয়ে দাঁত মাজলে দাঁত ঝকেঝকে দেখাবে। কিন্তু মনে রাখবেন সপ্তাহে তা যেন দুইবারের বেশী যেন না করা হয়, কেননা লেবুর মধ্যে থাকা অ্যাসিড দাঁতের এনামেল নষ্ট করে দিতে পারে।
ঝলমলে দীপ্তি
ফ্রেশ, ঝলমলে চেহারার জন্য দারুচিনি এবং মধু দিয়ে ফেস মাস্ক ব্যবহার করে দেখুন! মধু আপনার ত্বককে হাইড্রেট রাখে এবং নতুন ত্বক কোষে জন্ম হতে সাহায্য করে। দারুচিনি ফুসকুড়ির ফলে হওয়া দাগ সরাতে সহায়তা করে। আপনার যা প্রয়োজন: দারুচিনির পাউডার, মধু, একটি চা চামচ ও একটি পাত্র। এক চা চামচের দারুচিনি গুঁড়ো এবং এক চা চামচ মধু মেশান এবং চোখে লাগানোর মতো না হাওয়া পর্যন্ত মাখাতে থাকুন। 10-15 মিনিটের জন্য রেখে দিন এবং যদি আপনি হাস্যকর কিছু অনুভব করেন তাহলে আয়নাতে দেখুন! গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন, হালকা চাপড় মেরে আপনার ত্বক শুকিয়ে নিন।
এরপর দেখুন
দ্রুত ফ্রেশ হওয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই ত্বক নিয়ে বেশীক্ষণ থাকবেন না! ভবিষ্যতের কথা ভেবে এখন খুব বেশী করে ফল ও সবজি খেতে থাকুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান (আট ঘন্টা অবশ্যই) – পর্যাপ্ত পরিষ্কার জল খান- প্রতিদিন অন্তত আট গ্লাস। আপনার ত্বক ও শরীর সুস্থ থাকবে।
Share your feedback