তুমি কি কখনো যৌনবাহিত সংক্রমণ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সম্পর্কে শুনেছ?
অনুমান করো কী? প্রতিরক্ষাহীন যৌনতার ফলাফল একমাত্র গর্ভাবস্থাই নয়।
তুমি যদি কন্ডোম ছাড়া যৌনক্রীড়া করো তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেট ইনফেকশন (এসটিআই)-এর ঝুঁকি থাকে। এসটিআই হল এমন সংক্রমণ যা যৌন সম্পর্কের মাধ্যমে বাহিত হয়।
এসটিআই-এর কয়েকটি উপসর্গ হতে পারে :
কিছু এসটিআই-এর দৃশ্যমান উপসর্গ থাকে, আবার কিছু ক্ষেত্রে তেমন উপসর্গ দেখা যায় না। এসটিআই-এর উদাহরণ হল ক্ল্যামিডিয়া, গনোরিয়া এমনকি এইচআইভি। তুমি যদি না জানো যে তুমি সংক্রামিত, তাহলে হয়তো তুমি এটা তোমার সঙ্গীকেও দিতে পারো।
অচিকিৎসিত এসটিআই এ ছাড়া আরো স্বাস্থ্য জটিলতা ও অসুস্থতার কারণ হতে পারে। সেজন্যই তোমার নিজের শরীর সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ, এবং কোনটা স্বাভাবিক এবং তোমার জন্য কী স্বাস্থ্যকর সেটাও জানা জরুরি। যখন কোনো কিছু অস্বাভাবিক মনে হবে, সেটা যাচাই করে নাও।
এসটিআই কীভাবে প্রতিরোধ করতে হবে
এসটিআই প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হল কন্ডোম ব্যবহার করা, কেননা সব জন্মনিয়ন্ত্রণকারী ব্যবস্থা তোমায় রক্ষা করে না। উদাহরণ স্বরূপ, যদিও জন্মনিরোধক বড়ি তোমায় গর্ভবতী না হওয়ায় সাহায্য করে, কিন্তু এটা তোমায় এসটিআই সংক্রমণ থেকে বাঁচাতে পারে না। সুতরাং তুমি যখন জন্মনিরোধকের কথা ভাবছ, এটা তোমায় আলাদা কী স্তরের প্রতিরক্ষা দেবে তা জিজ্ঞেস করতে ভুলবে না। আরো জানতে তুমি আস্থা রাখো এমন কারো সঙ্গে কথা বলো, যেমন তোমার মা, কাকিমা অথবা পেশাদার স্বাস্থ্যসেবাপ্রদানকারী।
কোনো সম্পর্কে রয়েছে? পড়তে থাকো!
যৌন-স্বাস্থ্যের ব্যাপারে তুমি এবং তোমার যৌনসঙ্গী পরস্পর পরস্পরের সাথে কীভাবে কমিউনিকেট করছ সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তোমরা যৌনতার জন্য প্রস্তুত, নিশ্চিত হও তোমরা পরস্পরের যৌন-ইতিহাস সম্পর্কে জানো। যদি তোমার সঙ্গীর অতীতে এসটিআই থেকে থাকে তাহলে তোমার জানা উচিত এবং উল্টোটাও সত্যি।
যৌনতা সম্পর্কিত কোনো সম্পর্কে প্রবেশের আগে এটা সবসময় ভালো আইডিয়া যে দুজনেই কোনো ক্লিনিকে গিয়ে নিজেদের পরীক্ষা করে নেওয়া। এভাবে তোমরা জানতে পারবে যে তোমাদের মধ্যে কারো এসটিআই আছে কি না। দুঃখিত হওয়ার চেয়ে নিরাপদ থাকা ভালো।
যদি তোমার মনে হয় যে যে তোমার এসটিআই হতে পারে, উদ্বিগ্ন হয়ো না। কোনো ক্লিনিক বা হাসপাতালে যাও এবং পরীক্ষা করাও। আস্থাভাজন একজন ডাক্তার খোঁজো যাঁর কাছে তুমি স্বচ্ছন্দ। তাঁর কাছে সৎ থাকো যাতে তুমি উপযুক্ত টেস্ট ও চিকিৎসা পেতে পারো।
তুমি পেশাদারি সাহায্য চেয়ে সঠিক কাজ করছ এবং এনিয়ে লজ্জার কোনো কারণ নেই। সঠিক চিকিৎসা ও যত্নে বহু এসটিআই সহজেই চিকিৎসিত হয়েছে।
Share your feedback