নিম্নাঙ্গের সুস্থতা বজায় রাখো

যৌনভাবে পরিবাহিত সংক্রমণগুলি ও আরো অনেক কিছু

তুমি কি জানো? অসুরক্ষিত যৌনক্রিয়ার একমাত্র পরিণাম যে গর্ভধারণ করা তা নয় তুমি কি অবাক হলে?

ধরা যাক, তুমি একটা অসুরক্ষিত যৌনসঙ্গম করলে এবং সৌভাগ্যবশতঃ তোমার কোন অনাকাঙ্খিত গর্ভধারণ হল না। এর মানে এই নয় যে, তুমি আপনা-আপনি "নিরাপদ" হবে। এক্ষেত্রে যৌনভাবে পরিবাহিত সংক্রমণগুলি(STI) হওয়ার ঝুঁকি রয়েছে, যা ক্ষতির কারণ হতে পারে। কারো কারো ত্বকের আলসার, প্যারালিসিস, অন্ধত্ব ও অঙ্গ বিকল হওয়ার মত দীর্ঘমেয়াদী পরিণামগুলি হতে পারে।

এমনকি কিছু কিছু এসটিআই (STI) রয়েছে, যেগুলির ক্ষেত্রে সরাসরি উপসর্গগুলি দেখা যায় না, যেমন ক্ল্যামাইডিস, গনোরিয়া, সিফিলিস, হার্পিস ও এমনকি এইচআইভি (HIV)। তুমি যদি না জানো যে, তুমি সংক্রামিত হয়েছে, সেক্ষেত্রে তুমি এমনকি তোমার সঙ্গীর দেহেও তা সংক্রামিত করতে পারো।

এই সংক্রমণগুলির জন্য যোনি এলাকাতে প্রচন্ড ব্যথা, বন্ধ্যাত্ব ও এমনকি মৃত্যুও হতে পারে।

তাই তুমি যদি ইতোমধ্যে যৌনসঙ্গম করতে থাকো, তাহলে একটি এসটিআই(STI) হওয়ার ঝুঁকি কমানোর জন্য সুরক্ষার বিষয়টা নিশ্চিত করো।

যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার সঙ্গীর সাথে একে অন্যের যৌন পূর্বইতিহাস সম্পর্কে খোলাখুলি কথা বলা। এই ব্যাপারে কথা বলতে লজ্জা পেও না; এটা এমন একটা ব্যাপার যা তোমাদের দুজনেরই সত্যিকারের কাজে আসবে। তোমাদের দুজনের কারো কোন এসটিআই(STI) রয়েছে কি না তা একজন ডাক্তারের কাছে গিয়ে একসাথে পরীক্ষা করে নিতে পারো, যাতে তোমাদের দ্বারা একে অন্যের শরীরে কোন সংক্রমণ পরিবাহিত হওয়া আটকানো যায়। তাছাড়াও, তুমি গর্ভনিরোধক ব্যবহার করার কথা বিবেচনা করতে পারো, যা একটি ক্লিনিক বা হেল্‌থ সেন্টার থেকে কেনা যেতে পারে যাতে এসটিআই (STI)-তে সংক্রামিত হওয়া বা তা পরিবাহিত করা এড়ানো যায় এবং এর মধ্যে সবচেয়ে কার্যকরী হল কন্ডোম।

তোমার যদি মনে হয় যে, তোমার একটা এসটিআই(STI) হওয়ার বড় ঝুঁকি রয়েছে, তাহলে আতঙ্কিত হয়ে পড়ো না। একটা ক্লিনিক বা হাসপাতালে গিয়ে পরীক্ষা করিয়ে নাও। একজন ভরসাযোগ্য ডাক্তারকে বেছে নাও, যার কাছে স্বচ্ছন্দে থাকবে। তাকে সবকিছু খোলাখুলি বল, যাতে তিনি যথাযথ পরীক্ষা ও ওষুধগুলি দিতে পারো। সঠিক মেডিক্যাল পরিচর্যার মাধ্যমে, এক্ষেত্রে উন্নতি হতে পারে।

Share your feedback