আমার চেহারার জন্য আমি লজ্জা পেয়েছিলাম

বয়ঃসন্ধি এসেছিল আমার খুব কম বয়সেই

যখন তুমি বাচ্চা ছিলে বড় হওয়ার তর সইছিল না। আমার মনে আছে সবসময় আমি চেষ্টা করতাম আমার বড় বোন এবং ওর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর । যখন লোকেরা বলত আমি বড্ড ছোট আমি হতাশ হতাম। আমি নিজে খুব ছোট বোধ করতাম না - আমি বোধ করতাম আমি একজন বড় মেয়ে!

আমার মনে হয় তখন আমি আগেই কথা বলতাম, যদিও যেমন দেখায় বড় হওয়া ততটা সহজ নয়। এটা আসে জীবনের আকর্ষণীয় পর্বে যার নাম বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি হল সেই সময়টা যখন আমাদের শরীর পরিবর্তনের উপলব্ধি লাভ করে যেমন উন্নত বক্ষ ও নিতম্ব, রোমে ঢাকা বাহু ও পা। এটাই সেই সময় যখন আমাদের বৃদ্ধির হরমোনগুলো কাজ শুরু করে। এটা সাধারণত শুরু হয় ৮-১৩ বছরে, কিন্তু আমার ক্ষেত্রে আরো আগেই হয়েছিল।

যখন আমার চারপাশের সব বাচ্চা আমার শরীর সম্পর্কে মন্তব্য করতে শুরু করল আমি খেয়াল করেছিলাম যে আমি একটু অন্যরকম। ওরা যা বলত তার অর্থ হল এরকম, ‘তুমি পুরুষের মতো রোমশ’ অথবা ‘কেন তোমার বক্ষ এত বড় - তুমি কি গর্ভবতী?’

যখন প্রথম বয়ঃসন্ধি আমায় আঘাত করল মনে হয়েছিল আমি ভিনগ্রহের মানুষ। আমার সম্পর্কে লোকজন যা বলত আমি পছন্দ করতাম না, সেজন্য আমি মায়ের কাছে সবকিছু খুলে বললাম, কেননা আমি তাঁকে বিশ্বাস করতাম।

আমার মা ছিলেন খুব স্বচ্ছন্দের জায়গা। তিনি আমায় বললেন, এসব বিদ্রুপ উপেক্ষা করো। কারণ ওরা বুঝতে পারেনি কেন আমায় অন্যরকম দেখাচ্ছে, আমার দিকে আঙ্গুল তোলাটা খুব সহজ, কিন্তু আমি এটা শিখিয়ে ওদের সাহায্য করতে পারি। এইসঙ্গে তিনি আমায় শেখালেন যে বড় হওয়ার প্রক্রিয়ায় বয়ঃসন্ধি খুবই স্বাভাবিক অংশ এবং অন্যদের চেয়ে এটা আমার তাড়াতাড়ি হয়েছে বলে আমার লজ্জিত হওয়া উচিত নয়। হ্যাঁ, এটা একটু বিব্রত করে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে এটা হল আকর্ষণীয় ও ইতিবাচক পরিবর্তন। তোমার শরীর নিয়ে কারোরই তোমাকে ব্যঙ্গ করার অধিকার নেই।

যখন এসব ঘটেছিল, সেগুলো আবার চিন্তা করে আমি বুঝতে পেরেছিলাম মায়ের সঙ্গে সেই আলোচনা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ আইডিয়া। আমার ভেতরে যেসব পরিবর্তন ঘটছিল সে বিষয়ে তাঁর সঙ্গে কথাবার্তা বলে আমি আরো আত্মবিশ্বাসী এবং কম লজ্জিত হয়েছিলাম। আমার যেহেতু আগেই বয়ঃসন্ধি এসেছে সেজন্য আমি অন্য মেয়েদের পথপ্রদর্শন করতে সক্ষম ছিলাম তাদের এই যাত্রায়। প্রতিটি নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দাও।

তুমি যদি আমার মতো একজন Springster হয়, যার বয়ঃসন্ধি এসেছে আগে, খেয়াল রেখো যে তোমার অনুভূতিগুলি তোমার মধ্যেই রাখোনি। তুমি আস্থা রাখো এরকম কাউকে খুঁজে নাও এবং তার সঙ্গে এসব নিয়ে আলোচনা করো। এসব পরিবর্তন কীভাবে তুমি আরো ভালোভাবে দেখতে পারো সে ব্যাপারে তাঁরা তোমায় সাহায্য করতে পারেন। এটা কখনো একা করো না!

Share your feedback