শারীরিক রোম খুব স্বাভাবিক এবং এটা আমাদের সবারই হয়!
প্রিয় Springster,
আমি এমন সব জায়গায় রোম গজানো খেয়াল করলাম যা আমি আগে দেখিনি। কী ঘটছে? এ ব্যাপারে আমার কী করা উচিত?
দয়া করে সাহায্য করুন!
আমিনা
প্রিয় আমিনা
তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমত, যখন আমাদের বয়ঃসন্ধি শুরু হয় তখন সব জায়গায় রোম গজানো একেবারে স্বাভাবিক ব্যাপার, যেমন বগলে অথবা আমাদের যৌনাঙ্গে। আমি জানি এটা বেশ অপ্রীতিকর এমনকি বিব্রত হওয়ার মতো ব্যাপার, কিন্তু এটা এমনকিছু যা প্রত্যেকেরই ঘটে। আমাদের চোখের সামনে আমাদের শরীর পরিবর্তিত হচ্ছে দেখাটা বেশ বিভ্রান্তিকর এবং অধিকাংশ মেয়েরই এই পরিবর্তনের ব্যাপারে অনেক প্রশ্ন থাকে।
আমাদের যৌনাঙ্গে রোম গজানোকে আমরা বলি যৌন কেশ এবং এটা জীবনের একেবারে স্বাভাবিক অংশ। আমাদের বড় হওয়ার সাথে সাথে এটা ছেলে ও মেয়ে সবার ক্ষেত্রেই ঘটে এবং এটা অত্যন্ত সাধারণ বিষয় যেমন তোমার মাথার চুল বড় হয়। অনেক মেয়ের পিরিয়ড হওয়ার আগেই রোম গজাতে শুরু করে। এটা খুব পাতলা ও হালকাভাবে শুরু হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাধারণত গাঢ় ও ঘন হতে থাকে। অনেকে তাদের সব চুল কামিয়ে ফেলাটা পছন্দ করে আবার অনেকে এটা ছেঁটে রাখতে পছন্দ করে। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার এবং এখানে ঠিক বা ভুল পথ নেই। কেউ তোমায় কখনো তোমার চুল কামানোর জন্য চাপ দিতে পারে না, কারণ এটা তোমার শরীর এবং তার অর্থ এটা তোমার পছন্দ।
যৌন কেশ স্বাস্থ্যসম্মত। এটা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে যৌনাঙ্গে প্রবেশে বাধা দিতে সাহায্য করে এবং তোমার অন্তর্বাস থেকে তোমার যৌনাঙ্গের ঠোঁটকে রক্ষা করে কোনোরকম ঘর্ষণ ও অস্বাচ্ছন্দ্য থেকে।
শরীরে রোম জীবনের একটি স্বাভাবিক অংশ এবং এমনকিছু নয় যার জন্য লজ্জিত হতে হবে। বয়ঃসন্ধির সময় আমরা যেসব পরিবর্তনের সাক্ষী থাকি এটা তার মধ্যে একটা। যখনই তুমি বিভ্রান্তি অথবা আত্ম-সচেতন বোধ করো, সবসময় যাও কোনো আস্থাশীল বন্ধু অথবা পরিবারের সদস্যদের কাছে এবং মনে রাখবে তুমি একটা নও।
অনেক ভালোবাসা
Springster –এ তোমার বড় বোনেরা
Share your feedback