5 তোমার রান্নাঘরেই রয়েছে! প্রাকৃতিক এবং কম খরচের পাঁচটি বিউটি প্রোডাক্ট।

নিজেকে সুন্দর করে তুলতে আর বেশি অর্থও খরচ করতে হবে না!

তুমি কি জানো? নিজের পরিশ্রম করা অর্থ দিয়ে আর দামি কসমেটিক বা টয়লেটের জিনিসপত্র কিনতে যেও না। তুমি নিজের রান্নাঘরেই অনেক কিছু পেয়ে যাবে! বিশ্বাস হচ্ছে না! তুমি হয়তো কখনও ভেবে দেখনি যে নিজেকে সুন্দর করে তুলতে কিন্তু প্রকৃতিই তোমার সবথেকে কাছের বন্ধু হয়ে উঠতে পারে।

1. কফির তলানি
গ্রীষ্মের দিনে তোমার ত্বক কী শুষ্ক দেখাচ্ছে? কফির তলানিতে অল্প একটু জল আর অল্প একটু নারকেলের তেল মেশাও। এখন এই মিশ্রণ কিন্তু ত্বকের চেহারা ফিরিয়ে আনতে দারুণ কাজে আসবে। মিশ্রণটি নিয়ে ত্বকে ঘস এবং দেখবে ত্বকের শুষ্ক ভাবে আর থাকবে না। আর সবথেকে ভালো দিক হল এর পুরোটাই প্রাকৃতিক এবং পরিবেশের একটুও ক্ষতি করে না। তোমার বানানো এই বিউটি প্রোডাক্ট প্রকৃতির কোনো ক্ষতি করবে না তা ভাবতেই দারুণ লাগছে!

2. লেবু
লেবুর বাকি অংশকে ফেলে দিও না! ওই লেবু দিয়ে তুমি তোমার নখ এবং চামড়া পরিষ্কার করতে পারবে। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। তুমি এক টুকরো লেবু দিয়ে নখ পরিষ্কার করে নিতে পারবে। তবে তোমার আঙুলে যদি কোনো কাটাছেড়া থাকে তাহলে কিন্তু লেবুর রসে লাগালে জ্বলবে।

3. নারকেলের তেল
আমরা সবাই নারকেলের তেল রান্না করতেই বেশি ব্যবহার করে থাকি তবে নারকেলের তেল কিন্তু তুমি তোমার চুলেও লাগাতে পার। তোমার চুল যদি শুষ্ক হয়ে যায়, নিস্তেষ হয়ে পড়ে অথবা চুলের ঢগা ফেটে যেতে থাকে তাহলে নারকেলের তেল লাগালে কিন্তু ভালো ফল পাবে। হালকা করে নারকেলের তেল লাগিয়ে দেখ বেশ ভালো লাগবে।

4. রসুন
তোমার ত্বকে কি দাগছোপ রয়েছে? রসুন কেটে তা তোমার ব্রণতে লাগাও — তবে বাইরে যাওয়ার আগে ভালো করে ধুয়ে নাও যাতে রসুনের গন্ধ না থাকে! রসুনে অ্যান্টি-ব্যাকটিরিয়া থাকে যা তোমার ত্বককে সারিয়ে তুলতে সাহায্য করবে। আর ব্রণকে কিন্তু হাতে করে টিপবে না!

5. অ্যালোভেরা
তুমি বরফ জলে চিনি মিশিয়ে পছন্দ মতো পানীয় বানিয়ে নিতে পারবে আবার তাতে সিরাপ এবং অ্যালোভেরা যোগ করলে অন্য রকম খেতে লাগবে। কিন্তু এই অ্যালোভেরা আমাদের ত্বকের সৌন্দর্য কীভাবে বাড়াতে পারে? বাইরে থেকে রোদে পুড়ে আসার পরে তখনই কাটা অ্যালোভেরা তোমার ত্বকে লাগিয়ে দেখ। দেখবে তোমার ত্বক বেশ কোমল হয়ে যাবে এবং জ্বালা ভাবও আর থাকবে না। এখানেই শেষ নয়! লালচে ভাগ এবং ফোলা ভাব মেটাতেও বেশ কাজে আসে।

আর সবথেকে বড় কথাটি হল নিজেকে সুন্দর করে তুলতে হলে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। তুমি এই ভালোবাসা কোনো দোকানে কিনতে পারবে না। নিজের প্রতি এই ভালোবাসা তোমার নিজস্ব।

Share your feedback