PRINGSTER হল সমস্ত মেয়েদের জন্য! আমরা চাই তুমি (এবং তোমার মতো আরও অনেকে) এখানে স্বাচ্ছন্দ্য বোধ করো এবং নিজেকে খোলামেলা ভাবে ব্যক্ত করো। তবে এখানকার পরিবেশ খোলামেলা করে রাখতে এবং সবাইকে সাদরে আমন্ত্রণ জানাতে তোমার সাহায্য আমাদের প্রয়োজন। এই কমিউনিটি তোমাদের জন্যই বানানো হয়েছে। তোমার মনের কথা আমাদের খোলামেলা ভাবে জানান অথবা এখানে ভুল অথবা অনুপযুক্ত কিছু তোমার নজরে আসলে আমাদের তা জানাও। তুমি মতামত লিখে জানাতে পারো অথবা Springster@girleffect.org ইমেল ঠিকানায় আমাদের ইমেল লিখে পাঠাতে পারো অথবা আমাদের Facebook পেজে আমাদের সাথে যোগ দিতে পারো
আমরা সবাই মিলে নিম্নলিখিত ভাবে Springster ইতিবাচক করে রাখতে পারব:
13 বছর বয়সী অথবা তার বেশি বয়সীদের পক্ষেই Springster ওয়েবসাইটের লেখালেখি বেশ উপযুক্ত হবে। তোমার বয়স 13 বছরের কম হলে, Springster ওয়েবসাইট দেখার জন্য তোমার বাবামা অথবা অভিভাবকের অনুমতি নিয়ে নাও, তাহলে তুমি তাদের তত্ত্বাবধানেই ওয়েবসাইটটি দেখতে পারবে।