সৃজনশীলতা আত্মবিশ্বাস বাড়াতে পারে
মা-বাবা চলে যাওয়ার পর আমার কাছে জীবন একেবারেই সহজ ছিল না। আমি ছিলাম একমাত্র সন্তান, এবং তারা ছিল আমার সবকিছু। মা-বাবাকে হারিয়ে আমি একা বোধ করছিলাম, কোনো পরামর্শ বা সাহায্য নেই - বিশেষ করে যখন সিদ্ধান্ত গ্রহণ, পরামর্শ গ্রহণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ব্যাপারে সিদ্ধান্তের বিষয় আসতো।
আমাকে কাকা-কাকিমা নিয়ে গিয়েছিলেন, যারা আমাকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। আমি সত্যিই তাদের সাহায্য ও ভালোবাসার প্রশংসা করি। ওরা আমার প্রতি খুবই দয়ালু ছিলেন, কিন্তু ওদের ওপর সব ব্যাপারে নির্ভরশীল হওয়ার জন্য আমাকে সংগ্রাম করতে হত, এবং এ ব্যাপারে আমি নিরাপত্তাহীনতা অনুভব করতাম, কখনো অপরাধবোধ আসত বিশেষ করে তখন যখন তারা আমাকে নিজেদের পরিবারের সদস্যের মতো ভালবাসতেন।
এক বিকেলে আমার এক বন্ধু এসেছিল এবং আমরা রান্নাঘরে বসে পরস্পরের চুল বেঁধে দিচ্ছিলাম। আমি নিজের চুল বাঁধতে পছন্দ করি এবং আমার সব বন্ধুদের চুলও - বিভিন্ন স্টাইল ও লুক নিয়ে পরীক্ষানিরীক্ষা করি এবং এটা আমার প্রিয় শখগুলোর মধ্যে একটা। আমার কাকিমা আমার এই আবেগ ও প্রতিভা খেয়াল করেছিলেন, একদিন কাকিমা পরামর্শ দিলেন যে হয়তো আমার শখকে আমি কিছু অর্থ রোজগারের রাস্তায় বদলে দিতে পারি। কাকিমা বুঝেছিলেন এ ব্যাপারে আমার অনুভব এবং কাকিমা আমায় সাহায্য করতে চেয়েছিলেন।
আমি এভাবে বিষয়টাকে কখনো ভাবিনি - যেটা আমি করতে ভালোবাসি সেটাই অর্থ উপার্জনের রাস্তায় বদলে দেব। আমি খুব রোমাঞ্চিত হয়ে এটা চেষ্টা করতে থাকলাম। আমার কাকিমা আমার পাশে দাঁড়ালেন যাতে আমি আমার আবেগ-ভালোবাসাকে সাইড বিজনেস হিসেবে চালাতে পারি এবং কাকিমা তাদের বাড়িতে চুল বাঁধার একটা জায়গা দিলেন।
হঠাৎ করেই আমার সপ্তাহান্তগুলো বদলে গেল উদ্দেশ্যে - আমার নতুন ব্যবসার প্রসারে, আমার প্রথম ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তায়, নিশ্চিত করা যে আমি সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ কাজ করব। মুখের কথা ছড়িয়ে গেল এবং আমি আরো বুকিং পেতে থাকলাম, এবং তারপর আরো। আমি এটা পুরোপুরি জানার আগেই আমি হয়ে গেলাম শহরের সবচেয়ে জনপ্রিয় হেয়ার ব্রেইডার।
আমার ব্যবসা যখন খুব ভালো চলতে থাকল আমি আমার জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করেছিলাম। আমার কাছে নিজের ইচ্ছমতো জিনিস কেনার এবং প্রয়োজন মেটানোর জন্য টাকা আছে এবং এটাই আমাকে আমি যেরকম চাই সেই স্বাধীনতা দিয়েছিল।
Share your feedback