ওই ছেলেরা কাছেই আছে

পরের বার আমি আরো রাস্তাভিত্তিক হব

এক সন্ধ্যায় আমি টুকিটাকি কাজ সেরে বাড়ির পথে ফিরছিলাম। আমার ঘরের থেকে মাত্র কয়েক কদম দূরে তিনটি কিশোর এক কোণে দাঁড়িয়েছিল। আমি জানতাম ওরা সমস্যাজনক। কিন্তু আমি শ্লথ হইনি। আমি ওদের বুঝতে দিতে চাইনি যে আমি ভীত। ঘুরে ফেরার জন্য এটা ছিল খুব দেরি। সুতরাং আমি যা করলাম তাদের এড়ানোর জন্য আমি রাস্তা পার হলাম। কিন্তু ওরা আমাকে লক্ষ্য করছিল এবং অপেক্ষা করছিল আমার জন্য। ওরাও রাস্তা পার করল এবং

আমাকে অনুসরণ করতে থাকল। আমার বুক ধড়ফড় করছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। ওরা আমার দিকে শিস দিতে এবং আমার নাম ধরে ডাকতে থাকল। ওরা আমায় বলেছিল, ‘এসো সুন্দরী মেয়ে, আমরা তোমায় আনন্দ দেব।’ রাস্তাটা ছিল একেবারে খালি। এমন কেউ ছিল না সেখানে যাকে আমি সাহায্যের জন্য বলতে পারি! আমি দ্রুত হাঁটতে থাকলাম কিন্তু ওরা ছিল ঠিক আমার পেছনেই।

আমি যেই কর্নারের দিকে ঘুরলাম, দেখতে পেলাম একটা দোকান খোলা আছে। আমি যতটা পারি দ্রুত দৌড়ে গেলাম এবং ভেতরে ঢুকে পড়লাম। যেই মাত্র দোকানের ভেতরে ঢুকলাম আমি অনেকটা ভালো বোধ করলাম। আমি একা নই, দোকানদারও আছেন। ‘দয়া করে আমাকে সাহায্য করুন” আমি বললাম। ‘বাইরে কয়েকটা ছেলে আছে এবং ওরা আমায় তাড়া করেছে।’ তিনি বাইরে তাকালেন এবং চিৎকার করলেন। কিন্তু ওরা ইতিমধ্যে দৌড়ে পালিয়েছে। তিনি আমার ভাইকে ডাকলেন, সে আমাকে নিতে আসে এবং শেষপর্যন্ত আমি নিরাপদে ঘরে ফিরে আসি।

পরিস্থিতি ছিল অবশ্যই ভীতিপ্রদ, কিন্তু এর থেকে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলাম :

  1. বেশি রাতে একা ভ্রমণ করো না সর্বদা কোনো বন্ধু বা পরিবারের বয়স্ক সদস্যকে সঙ্গে রাখো।

  2. অন্ধকারাচ্ছন্ন রাস্তা পরিহার করো এগুলি জনশূন্য এবং নিরিবিলি থাকে। সর্বদা চেষ্টা করো ব্যস্ত অঞ্চলে থাকতে যেখানে তুমি কখনো একাকী হবে না।

  3. প্রযুক্তির কাণ্ডজ্ঞান সম্পন্ন ভ্রমণার্থী হও। তুমি যদি বোধ করো যে বিপদে পড়েছ তাহলে অন্যদের কল বা মেসেজ করার জন্য সর্বদা তোমার ফোন ব্যবহার করো। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে তুমি অন্যদের সঙ্গে তোমার অবস্থান শেয়ার করতে পারো যাতে তারা জানে তুমি কোথায় রয়েছ।

আর সবশেষে, যাদের তুমি চেনো না তাদের সঙ্গে কথাবার্তা পরিহার করো কিংবা রাস্তায় তোমাকে বিব্রত করতে দিও না। যদি তুমি আমার মতো একই পরিস্থিতিতে পড়ো, তাহলে ভয়কে তোমায় গ্রাস করতে দেবে না। দ্রুত চিন্তা করো এবং দ্রুত কাজ করো।

Share your feedback