গার্ল এফেক্ট মোবাইল এখন (Girl Effect Mobile) এখন Springster।
তুমি কী শুনছ!
Springster-এ স্বাগত!
আচ্ছা, এই ওয়েবসাইটের নাম তো গার্ল এফেক্ট মোবাইল (Girl Effect Mobile), তাই না? এবং গার্ল এফেক্ট মোবাইল (Girl Effect Mobile) তো সত্যিই দারুণ, তাই না?
তাহলে কেন এই পরিবর্তন?
ভয় পাওয়ার কিছু নেই! আমাদের আসল সাইটের সব ভালো কিছু নিয়েই Springster বানানো হয়েছে, এখানে রয়েছে ঘুরে দেখার অনেক নতুন জিনিস!
Springster শুধু দেখতে নতুন, নামে নতুন এবং বৈশিষ্ট্যে নতুনই নয়... এ এক সমগ্র কমিউনিটি এবং তোমার দিনকে আরও একটু মজাদার করে তুলতে অনেক নতুন কিছু নিয়ে হাজির করেছি।
এবং গার্ল এফেক্ট মোবাইলের (Girl Effect Mobile) তোমার ভালো লাগা সমস্ত বিষয়ের কি হবে? তা সবই আছে, আর ভালো ভাবে আছে!
আমরা নতুন সব বৈশিষ্ট্য নিয়ে আসছি তাই আগামী কয়েক সপ্তাহে তুমি এখানে অনেক নতুন কিছু দেখতে পাবে এবং আমরা এখনই তোমার সাথে তা শেয়ার না করে থাকতে পারলাম না!
Share your feedback