একা একা যেও না
মেয়েরা, শোনো সবাই,
আমি কীভাবে মিস ইন্ডিপিন্ডেন্ট বা স্বনির্ভর হয়ে উঠলাম, সে-কথা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। জানি না, তোমরা আমার অন্যান্য গল্পগুলো পড়েছ কি না, কিন্তু আমি বেকারির ব্যবসা শুরু করব বলে ভেবেছিলাম, তখনই একটা বিপদ মাথায় এসে পড়ল! কী হয়েছিল তা জানার জন্য পর্ব ২ পড়ো স্ক্রল করে নীচে গিয়ে “তোমাদের ভাল লাগতে পারে’ বিভাগে।
ধাক্কা একটা পাওয়ার পরেও আমি হাল ছেড়ে দিইনি, কেননা আমার নিজের ওপর বিশ্বাস ছিল আর পরিণতি ভাল হবেই বলেই আমার আশা ছিল। হাল ছেড়ে দেওয়ার বদলে আমি ভাবলাম একটু মজাই করা যাক, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া সমস্ত উপকরণের পাশে বসে একটা সেলফি তুললাম আর সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম। ছবিটার ক্যাপশন দিলাম এরকম— “কালকের মধ্যে ৫০টা কাপ কেক বেক করার কথা ছিল, কিন্তু মালমশলা কিছু নেই # সাহায্য চাই”।
বাড়িতে ফিরে আসার মধ্যেই আমি আমার বন্ধুবান্ধব আর পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে অনেকগুলো মেসেজ পেয়ে গেলাম, তাঁরা জানিয়েছেন যে তাঁদের বাড়িতে একটু বেশি পরিমাণে ময়দা, মাখন, দুধ আর চিনি আছে! কী দারুণ ব্যাপার! তাঁরা সেগুলো দিয়ে আমাকে সাহায্য করার জন্য আমার বাড়িতে এলেন, যাতে আমি অতগুলো কাপকেক তৈরি করে পরদিন বিক্রি করতে পারি।
এখন আমি ভাবি... বন্ধুবান্ধবরা না থাকলে আমি কী করতাম? আমি স্বনির্ভর হওয়ার কথা ভাবতাম, যার মানে নিজের সব কাজ নিজেকেই করতে হবে, কিন্তু ঘটনা তো তা নয়। টিম ওয়ার্ক সত্যিই খুব গুরুত্বপূর্ণ আর এটাই হল জীবনের মূল উপাদান। আমি বললামই, স্বনির্ভর হতে চাওয়ার পথটা বন্ধুর। তাই সবসময় তোমার পাশে এমন সব বন্ধুবান্ধব থাকতে হবে, যারা তোমাকে ভালবাসে, তোমার পাশে এসে দাঁড়ায়। তোমার এ রকম ভাবার কোনও কারণ নেই যে, সাহায্য চাওয়া মানেই তুমি অন্যের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। জীবনে একা একা চলা যায় না!
তাই স্বনির্ভর হওয়ার যাত্রা শুরু করলেই মনে রেখো।
“1. নিজেকে ভালবাসো আর নিজের ইতিবাচক দিকগুলোর ওপর বিশ্বাস রাখো।”
“2. সমস্যা যতই আসুক না-কেন... হাল ছেড়ো না।”
“3. কখনই একা একা সব কাজ কোরো না বা করার চেষ্টাও কোরো না। দরকার হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনের কাছে সাহায্য চেয়ে নাও। এর মানে এই নয় যে তুমি স্বনির্ভর নও।”
শেষ পর্যন্ত আমি ৫০টা কেক তৈরিও করলাম আর সেগুলোকে সময় মতো দোকানেও পৌঁছিয়ে দিতে পারলাম বিক্রি করার জন্য। সেই প্রথম আমি কিছু টাকা রোজগার করলাম আর সেদিন খুব ভাল লেগেছিল। ওই জায়গাটায় পৌঁছতে আমার সময় লেগেছিল, কিন্তু আমি নিজের সম্পর্কে অনেক কথা জানতে পেরেছিলাম আর জেনেছিলাম, স্বনির্ভরতা বলতে আসলে কী বোঝায়।
Share your feedback