কারণ আপনি এর উপযুক্ত!
অনেক মেয়ে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার দিক থেকে সমস্যায় পড়েন। ওনেলি (14) ও কানেলো (14) এইভাবেই নিজেদের ভালবাসতে শিখেছিল। তারা নিজেদের উদ্দেশ্যে এই প্রেমপত্রগুলো লিখেছিল।
প্রিয় ওনেলি,
তুমি যখন নিজেকে বিশ্রী ও বোকা ভাবতে, সেই সময় থেকে তুমি অনেক পথ এগিয়ে এসেছো। তুমি এখন উপলব্ধি করো যে বিশ্বের ঠিক প্রতিটি মেয়ের মতোই তুমিও অনন্য, এবং তোমার পরিচয়কে উদ্যাপন করলে তুমি ভিতর ও বাইরে থেকে একজন সুন্দর মানুষ হয়ে ওঠো। তুমি স্বীকার করে নিয়েছো যে তুমি অন্তর্মুখী, যে শনিবার রাতে কোনো পার্টিতে যাওয়ার পরিবর্তে বরং হোমওয়ার্ক করে সময় কাটাবে। যদিও তুমি লাজুক, তবে তুমি নিজের কথা বলতে এবং মানুষকে শোনাতে শিখেছো।
তুমি এখন আর নিজের কথা শোনানোর ক্ষেত্রে এটাকে বাধা হয়ে উঠতে দাও না, যেমন সঠিক উত্তর জানা থাকলে অথবা তুমি কোনো কিছু বুঝতে না পারলে, ক্লাসে হাত ওঠানো শুরু করার জন্য তুমি যখন নিজেকে চ্যালেঞ্জ জানিয়েছিলে।
তুমি আত্মবিশ্বাসী এবং বড় স্বপ্ন দেখো, যেমন এমন একটা সংগঠন শুরু করতে চাও যা মেয়েদেরকে তাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা গড়ে তুলতে সাহায্য করবে। এটা মেয়েদেরকে সাহস ও প্রত্যয়ের সাথে বিশ্বের মুখোমুখি হতে সাহায্য করতে চলেছে।
প্রিয় কানেলো,
তুমি সবসময়ই একজন আত্মবিশ্বাসী মানুষ ছিলে। তুমি কখনই নিজেকে ছোট নজরে দেখো নি অথবা লোকে তোমার ব্যাপারে যা বলে তার প্রতি কোনো মনোযোগ দাও নি। তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করার জন্য আমি তোমার বিষয়ে গর্বিত। সফল হওয়ার জন্য অনেক রাত ধরে খুবই কঠোর অধ্যয়নের পরে, তুমি এখন ন্যাশনাল স্কুল অফ দ্য আর্টস-এর নাট্যবিভাগের একজন ছাত্রী। তুমি অভিনেত্রী হওয়ার আরো এক ধাপ কাছে পৌঁছে গিয়েছ। তুমি যদি কঠোর পরিশ্রম করা চালিয়ে যাও, তোমার স্কুলের সব কাজকর্ম করো, তোমার পড়াশোনা চর্চা করো আর এর ওপরে মনোযোগ দাও, তাহলে বিশ্ব তোমার ব্যাপারে জানবে। চেষ্টা চালিয়ে যাও। তোমার মুহূর্ত আসবেই।
বিশ্বের যেসব লক্ষ লক্ষ মেয়ে নিজের প্রতি ভালবাসার জন্য একটা অবস্থান নিচ্ছেন আর নিজের উদ্দেশ্যে একটা চিঠি লিখছেন, তাদের সঙ্গে যোগদান করছেন না কেন? আপনি এটা করতে পারেন!
Share your feedback