যৌবনারম্ভের অভিজ্ঞতা ছেলেদেরও আছে!
বয়ঃসন্ধি এমন এক অবস্থা যার অভিজ্ঞতা আমাদের সকলেরই থাকে। হতে পারে সত্যিকারে এ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যাত্রা এবং প্রায়শই মনে করা হয় একলাই এই পথ অতিক্রম করতে হবে কিন্তু বাস্তবে এইরকম মনে করার কোন কারণ নেই!
তোমার ঘনিষ্ট মানুষদের সাথে মেজাজের পরিবর্তন অথবা পিরিয়ডসের মত বিষয়ে কথা বললে, এখন তুমি যে পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ সে সম্পরকে আরও অনেককিছু জানতে পারবে। বলা যায় এ এক দারুণ সময় উপদেশ গ্রহণ ও বিনিময়ের।
আমরা ছেলেদের বয়ঃসন্ধির বিষয়ে কথা বলতে খুব একটা স্বস্তিবোধ করি না যতটা মেয়েদের বিষয়ে বলা যায়, আসলে কারণটা সত্যকারে হলো আমাদের ভ্রান্ত ধারণা তারা কী ভাবে আমাদের সম্পর্কে তা নিয়ে।
ঠিক আছে Springsters, আমরা সমস্ত শ্রুতি এবার ভেঙে গুড়িয়ে দেবো!
1নং শ্রুতি – বয়ঃসন্ধিতে ছেলেদের দেহ কোন পরিবর্তনের মধ্য দিয়ে যায় না
কেন তার কারণ হলো ছেলেদের পিরিয়ড হয় না, তার মানে এটা দাঁড়ায় না তাদের পিউবার্টি বিষয়ে কোন ধারণা নেই। আমাদের মতো তাদের শরীরেও নানান পরিবর্তন এবং সমন্বয়ের ভেতর দিয়ে যায়! উদাহরণ দিয়ে বলা যায়, তোমরা কী জানো বালকদের বয়ঃসন্ধির সময় শরীরের সর্বত্র কেশ উদগম হয় এবং গলার স্বর ভঙ্গ হয়?
2 নং শ্রুতি – মেয়েদের সম্পর্কে ছেলেরা কিছুই জানে না
এটা পুরপুরি সত্য নয়, কিন্তু তোমার যদি একজন ছেলে বন্ধু বা ভাই থাকে তারা বোঝে না তুমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, সুতরাং সব খুলে বল! প্রস্তুত থাকো তারা তোমায় নানা প্রশ্নবাণে বিদ্ধ করবে- একবার উত্তর দিয়ে দেখো তাদের সঙ্গেও মিশতে তুমি সহজবোধ করবে।
3নং শ্রুতি – ছেলেরা আমরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সে সম্পর্কে নিরুৎসাহ থাকে
ছেলেরা হয়ে উঠতে পারে খুব ভালো শ্রোতা এবং আমরা যতটা না নিজেদের সম্পর্কে ওয়াকিবহাল ছেলেরা তার চাইতে বেশি আমাদের ভালো সম্পর্কে উৎসাহী হয়ে থাকে। এমনকি যদি এরকম অনেক সময় ভাবা অনুচিত যে, আমাদের অভিজ্ঞতা নিয়ে তাদের মাথাব্যথা নেই।
বয়ঃসন্ধি হতে পারে এক কঠিন সময়, কিন্তু যত আমরা খোলামেলাভাবে আলোচনা করবো, আমাদের প্রিয় বন্ধুরা আমাদের ততই নিকটের হয়ে উঠবে!
একে অপরকে জানার ও সাহায্য পাওয়ার সময় নিজেদের সৎ এবং মুক্ত মনে থাকা উচিত । বয়ঃসন্ধিকে ভয় পাওয়ার মতো কিছু নেই, আমাদের সবাইকেই জীবনে এর মধ্য দিয়ে যেতে হয়।
Share your feedback