তোমার সাথে কি খারাপ আচরণ করা হচ্ছে?

তোমার অধিকার রয়েছে

তোমার সাথে কি খারাপ আচরণ করা হচ্ছে? তোমার অধিকার রয়েছে

  • বহু দেশেই কিন্তু মহিলারাও আইনের চোখে পুরুষদের মতোই সমান অধিকার প্রাপ্ত এবং সমস্ত বিষয়েই উভয়কেই সমান মর্যাদা দেওয়া হয়। কিন্তু বাড়িতে সব সময় এই নিয়ম মানা হয় না।
  • বাড়িতে তোমার সম্মানজনক আচরণ পাওয়ার এবং সুরক্ষিত ও নিরাপদে থাকার অধিকার রয়েছে। তা যদি না পাও তাহলে তুমি ভরসা করতে পার এমন কোন ব্যক্তিকে নিজের কথা জানাও, যেমন একজন শিক্ষক বা গ্রাম-প্রধানের মতো কেউ। সমস্যা শেয়ার করে নিলে তা বোঝা অনেকটা লাঘব করতে পারে।
  • বয়সে বড় কেউ যদি তোমর উপর চেঁচামেচি করে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেন বা তোমাকে আঘাত করেন, তাহলে তা অবমাননাকর হতে পারে এবং তা অন্যায়। তুমি ভরসা করতে পার এমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাহায্য নাও।
  • বাবা-মায়ের একজনকে হারানোর চেয়ে বড় মানসিক আঘাতকারী ঘটনা কোন শিশুর জীবনে আর কিছুই হতে পারে না - আর দু'জনকে হারালে তো কথাই নেই। বাবা-মা অথবা পরিচর্যাকারী বড় কোন ব্যক্তির দেখাশোনা ছাড়া বেড়ে ওঠার অর্থ তোমার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। তবে তা সত্ত্বেও তোমার শিক্ষা ও স্বাস্থ্যপরিচর্যার অধিকার পাওয়ার সুযোগ থাকে।

Share your feedback