কোন বড়দিদি নেই? কোন সমস্যা নেই!

এবার তুমি এক কাজ করো, যাদের বিশ্বাস করো সেরকম কজনকে খুঁজে নাও!

মাঝে মাঝে এটাই সবচেয়ে ভালো কাজ হয়ে ওঠে তোমার প্রশ্নগুলি কারোর কাছে প্রকাশ করা, যাতে তুমি সচেতন হতে পারো এবং জীবনের চ্যালেঞ্জিং সময়ে উত্তরগুলি দিয়ে মোকাবিলা করতে পারো।

বড়দিদি বা আত্মীয় থাকলে যিনি পারেন তোমাকে উপদেশ দিতে বা পরিপ্রেক্ষিত অনুসারে নতুন প্রস্তাব দিতে যা তোমায় খুবই সাহায্য করতে পারে। এমনকি বড়দিদি যদি নাও থাকে একজন পরামর্শদাতা প্রায়শ পারেন দিদির মতো গাইড দিতে এবং সমর্থন করতে।

পরামর্শদাতা কাকে বলে?

একজন পরামর্শদাতা হলেন বিশ্বস্ত এবং দায়িত্ববোধসম্পন্ন উপদেষ্টা যিনি যে কোন বিষয়ে কথা বলতে পারেন। সে তোমার স্কুলের বিষয়েই হোক বা বন্ধু, পরিবার, ছেলেদের বিষয় বা তোমার স্বপ্ন যে কোন বিষয়ে। একজন পরামর্শদাতা তোমাকে ভালো শ্রোতা করে তুলবেন, তোমাকে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিতে গাইড দেবেন এমন কি তিনি তোমাকে নতুন সুযোগ গ্রহণ করতেও সাহায্য করবেন!

তুমি যদি ইচ্ছে করো পরামর্শদাতাকে সব কিছু বলবে না তুমি না বলতেও পারো, কিন্তু এই সাপোর্ট সিস্টেম পাওয়া মানে তুমি যদি সিদ্ধান্ত নাও সব কথা জানিয়ে উপদেশ নেবে তাহলে তুমি তা পেতে পারবে।

পরামর্শদাতা কেবল অল্পবয়সীদের থাকতে হবে তা নয় পরামর্শদাতা বয়স্করাও রাখতে পারেন! এটা কোন পেশাগত লোকের কাজ নয়, বা দূরের কোন ব্যক্তি করতে পারেনা, একজন দায়িত্বশীল মানুষ তোমার জানা গন্ডির মধ্যেই থাকেন যাকে তুমি বিশ্বাস করতে পারো এবং ভরসা রাখো যে তিনি তোমায় সময়োপযোগী সদুপদেশ দেবেন।

এবার তাহলে লিখে ফেলার চেষ্টা করো তার নাম যাকে তুমি মনে করছো একজন ভালো পরামর্শদাতা হিসাবে আর তারপর বলেও ফেলো তিনি তোমার পরামর্শদাতা হবেন কী না!

Share your feedback