বন্ধুত্ব কাছাকাছি গড়ে উঠতে পারে — আবার অনেক দুরেদুরেও — তাতে বন্ধুত্ব ভেঙে যায়না
পরিবর্তন তো প্রতিদিনের জীবনের অংশ। সেগুলো প্রতিদিন প্রত্যেকের জীবনে ঘটে। আমরা ঠিক এই মুহূর্তেও পাল্টাচ্ছি! পরিবর্তনই সব, এটা মানব জীবনের একটা স্বাভাবিক অঙ্গ।
কিন্তু যদি তোমার বন্ধুত্বগুলো পাল্টে যায় তাহলে কি হবে?
তোমার বড় হওয়ার সাথেসাথে এটা খুব হঠাৎই ঘটতে পারে, এবং এটা তোমাকে একেবারে শুষে নিতে পারে! একদিন তুমি আর তোমার সবথেকে ভাল বন্ধুরা 24/7 একসাথে আছ, পরের দিন, পুফ! প্রত্যেকে তোমাকে ছেড়ে নতুন এবং রোমাঞ্চকর কিছু করছে। উমি একটা ব্যান্ডে যোগ দিয়েছে, ট্রাই তার ফুটবল টিম নিয়ে কিছু করার পরিকল্পনায় মন দিয়েছে, এবং ডিউই তার গির্জায় সাহায্যের কাজে আরো বেশি জড়িয়ে পড়েছে।
মনে হচ্ছে যেন তুমি ছাড়া আর প্রত্যেকে বন্ধুত্বকে পুরোপুরি ছাপিয়ে গিয়ে অনেক এগিয়ে যাচ্ছে। এবং তুমি সেইজন্য একটু ইর্ষা ও দু:খ বোধ করছ, যেটা সত্যিই স্বাভাবিক। কিন্তু তুমি সেই অনুভূতিগুলো থেকে কি করছ সেটাই গুরুত্বপূর্ণ।
বন্ধুত্ব খুব বড় জিনিস কারণ সেগুলো রাবার ব্যান্ডের মত, সেগুলো না ভেঙেও অনেক দুর যেতে পারে। তোমার মনে হতে পারে যে তুমি সেগুলো ভালোর জন্য হারিয়েছ, কিন্তু বন্ধুত্বের সবথেকে বড় ব্যাপার হল যে সেগুলো চাইলে আবার মজবুত হয়ে যেতে পারে। কোনকিছুই চিরদিনের মত শেষ হয়ে যায়নি!
তোমার বন্ধুত্বের অবস্থা নিয়ে চিন্তা না করে, নিজে থেকে কিছুটা আগ্রহ দেখানোর চেষ্টা কর। চিন্তা করে দেখ তুমি কে! এটা একটা অনেক বড় পৃথিবী, এবং তুমি সবেমাত্র শুরু করতে চলেছ। চলার পথে যেসমস্ত মানুষের সাথে তুমি পরিচিত হবে, যেসকল নতুন অভিজ্ঞতা সঞ্চয় করবে, সেগুলো দেখে তুমি বিস্মিত হবে।
এবং তারপর তুমি তোমার বন্ধুদের সাথে দেখা কর! তারা কি করছে খোঁজ নিয়ে দেখ। তুমি যা যা করছ তাদের বল, এবং তারা কি কি করছে সেগুলো নিয়ে তাদের সাথে কথা বল। তুমি দেখবে যাদের তুমি পরোয়া কর, তারা ঠিক আগের মতই আছে, তারা শুধুমাত্র নিজেদেরকে আবিষ্কার করার চেষ্টা করছে –– এবং তোমার বন্ধুত্ব আরো মজবুত হয়ে যাবে।
দেখেছ? তুমি বৃথাই চিন্তা করছিলে!
Share your feedback