ডাই বিট যেকোন দিন দোকান থেকে কিনে আনা যায়।
কিন্তু তুমি যদি এটা তৈরি করতে পার তাহলে কিনবে কেন? তুমি নিজের জিনিস নিজে তৈরি করে যে শুধুমাত্র অনেক টাকা বাঁচাতে পারবে তাই না, এটা তোমার সৃজনশীলতার অনেক বড় প্রকাশ। এবং নতুন জিনিস কেনার থেকে, তোমার কাছে যেসব জিনিস আছে তাই দিয়ে নতুন কিছু বানানোটা তো আরো ভাল। উৎসাহিত বোধ করছ, তাই না? চল শুরু করা যাক:
1.অনুপ্রেরণা সব জায়গা থেকেই পাওয়া যায়
এই ইন্টারনেটের যুগে, তুমি বাড়িতে বসেই প্রচুর অনুপ্রেরণা পেতে পার। অতিরিক্ত অনুপ্রেরণাই হল সমস্যা, তাই তুমি যখন কিছু বানাতে চাইবে তখন কোথা থেকে শুরু করবে? পিনটেরেস্ট অথবা এটসি -র মত সাইটগুলো দেখ, যেখানে প্রচুর গৃহশিল্পী ও নির্মাতারা তাদের কাজ দেখাচ্ছেন। শুধুমাত্র ‘ডিআইওয়াই’ অথবা ‘ক্রাফ্টস আইডিয়াজ’ লিখে সার্চ কর এবং তাহলেই পেয়ে যাবে! তুমি জিনিসপত্রের একটা নতুন জগৎ দেখতে পাবে। এই সপ্তাহের শেষে কি তোমার সবথেকে প্রিয় বন্ধুর জন্মদিন? কোন দামী, সহজলভ্য জিনিস কিনে তোমার পয়সা নষ্ট করোনা! তার জায়গায় তোমার বন্ধুকে একদম তোমার নিজের হাতে তৈরি করা চুলে লাগানোর কোন জিনিস বা গয়না উপহার দাও। তোমার বন্ধু সেটা পেয়ে অনেক বেশি খুশি হবে কারণ সেটা তুমি মন থেকে বানিয়েছ এবং সেটা ঠিক তোমাদের বন্ধুত্বের মতই মিষ্টি!
2. হাতের কাছে যা পেয়েছ তাই ব্যবহার কর
তাহলে, তুমি কি বানাবে সেটা বুঝতে পারছ কিন্তু কি দিয়ে বানাবে সেটা বুঝতে পারছ না, তাই তো? চারিদিকে তাকিয়ে দেখ। কিছু বানানো মানে এটা নয় যে সেটার জন্য একদম নতুন জিনিস ব্যবহার করতে হবে, শিল্পীর মত করে ভাব এবং বাড়িতে তোমার চারপাশে যেসব জিনিস রয়েছে সেগুলোকেই পাল্টে ফেল। (শুধু এটা খেয়াল রাখতে হবে যে তোমার তৈরি জিনিসটা যেন একদম নতুন ধরণের হয়!) শুরু করার জন্য তোমাকে একটা ধারণা দেওয়া হল: একটা পুরোনো সার্ট দিয়ে একটা নতুন ব্যাগ তৈরি কর, নির্দেশগুলি এখানে পেয়ে যাবে।
3. গুছিয়ে রাখ
তোমার ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে? সেগুলোকে বিভিন্ন জায়গায় গাদা করে ফেলে রেখ না, সেগুলোকে গুছিয়ে রাখ যাতে যখনই তুমি উৎসাহ বোধ কর, তুমি যেন তৈরি থাক। ঘটনা হল: সাধারণত লোকজন শুধুমাত্র হারানো জিনিস খুঁজতে এক বছরে প্রায় 38 ঘণ্টা সময় ব্যয় করে। তুমি সেই সময়টা কিছু নতুন এবং চমৎকার জিনিস তৈরির কাজে লাগাতে পার।
ব্যস! ডাই বা কিছু বানানোর জন্য কোন নির্দিষ্ট নিয়মাবলী নেই, শুধু ঝাঁপিয়ে পড় এবং নতুন কিছু বানাতে শুরু কর! আর বন্ধুদের সাথে কিছু বানালে আরো মজা হয়, তাহলে কেন না তুমি এই সপ্তাহের শেষের দিকে তোমার বন্ধুদের একটা মজার ক্রাফ্ট পার্টির করার জন্য একসাথে ডেকে নাও?
Share your feedback