হোয়াটসঅ্যাপ বন্ধ করে তোমার বন্ধুদের জিজ্ঞাসা কর “কি খবর?”
ইন্টারনেট খুব ভাল জিনিস! তুমি সারা পৃথিবীর বিভিন্ন লোকজনের সাথে পরিচিত হতে পার, নতুন-নতুন জিনিস শিখতে পার, এবং বন্ধুদের সাথে বিভিন্ন ধারণার আদানপ্রদান করতে পার। ...কিন্তু তোমার যে বন্ধুরা একদম কাছেই থাকে, তাদের ক্ষেত্রে কি? আমরাও তোমার মত অতটাই ওয়েব ভালবাসি, কিন্তু তোমার অনলাইন থাকার ব্যস্ততা যদি তোমাকে তোমার প্রিয় বন্ধুদের থেকে দূরে সরাতে শুরু করে, তাহলে এবার হ্যান্ডফোন ছেড়ে পৃথিবীটাকে সরাসরি দেখার সময় এসেছে#nofilter!
সত্যি কথা
মেই নামের এক 16 বছর বয়সী হাই স্কুলের ছাত্রী আমাদেরকে বলল যে সে একসময় শনিবার রাত্রিবেলায় তার প্রিয় সুপেরেট্টি যেত। তার সব বন্ধুরাই সেখানে যেত, কিন্তু সবাই ভীষণ চুপচাপ থাকত — শুধু অনবরত সবার ফোনের পিংইং আর ক্রিপিং শোনা যেত! এটা তার কাছে খুব হাস্যকর মনে হয়েছিল যখন তার আসেপাশে বসে থাকা এক বন্ধু তাকে একটা এসএমএস পাঠিয়েছিল!
এটা খুব বোকাবোকা শোনাতে পারে, কিন্তু সম্ভবত আমাদের মধ্যে অনেকের সাথেই এই ব্যাপারটি ঘটেছে। যদি তোমার বন্ধুদের মাঝে থেকেও নিজেকে একদম একা মনে হয়, তাহলে একটা কাজ করা যেতে পারে:
তোমার বন্ধুদের রাজি করাও যে তোমাদের মধ্যে যে প্রথম তার ফোন চেক করবে, তাকে বাকি সকলের জন্য একটা বোকাবোকা গান গাইতে হবে। যদি এতেও তোমার বন্ধুরা তাদের গেজেটগুলোকে না ছাড়ে... তাহলে মনে হয় কিছুতেই ছাড়বে না! ;)
বাস্তব জগৎ
আমরাই <3 ইন্টারনেট... ওয়েবে জানার, করার, এবং চিন্তা করে দেখার মত অনেক কিছু আছে। এবং যখন তুমি সবকিছু ছেড়ে গুগুলে চলে যাও, সেখানে সবসময় বিড়ালের মজার সব ফটো থাকে! কিন্তু সত্যি যেটা গুরুত্বপূর্ণ সেটা ভুলে যেও না: তোমার পাশে যে রয়েছে। তোমার বন্ধুরা। তোমার পরিবার। সেইসব লোকজন যাদের তুমি পরোয়া কর।
বিখ্যাত কবি উইজি থুকুল যেমন বলেছেন: “যদি তুমি নিজেকে নিজের মধ্যে বন্ধ করে রাখ তাহলে জ্ঞান নিয়ে কি হবে?” নিজের জীবনটা উপভোগ কর যাতে তোমার ‘লাইক’ এবং ‘শেয়ার’ করার মত কিছু থাকে।
Share your feedback