ব্যর্থতা আপনার জন্য ভাল হতে পারে

জীবন যখন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন কীভাবে উঠে দাঁড়াতে হয়, তা শিখুন!

আসুন আমরা এখনই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি আর আমাদের স্বপ্নগুলোকে আগামীকালের বাস্তবে পরিণত করি

18 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং মেয়েদের শিক্ষার অধিকারের সমর্থক মালালা ইউসুফজাই এই কথাটা বলেছিলেন। মালালা সব বিপত্তি অতিক্রম করে তার প্রজন্মের অন্যতম নেতৃস্থানীয় কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন।

তার কাহিনী অনেক অল্পবয়স্ক মেয়েকে তাদের বিশ্বাসের জন্য উঠে দাঁড়ানোর জন্য এবং ব্যর্থতা যতবারই তাদের দরজায় কড়া নেড়ে থাকুক না কেন আকাশের তারার নাগাল পাওয়ার চেষ্টা করার জন্য অনুপ্রেরণা দিয়েছে।

আমাদের জীবনের কোনো একটা পর্যায়ে আমরা সবাই কোনো কিছুতে ব্যর্থ হই। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, তা হল আমরা ব্যর্থতাকে কোন নজরে দেখি; আমরা কি এটাকে এমন একটা চিহ্ন হিসেবে দেখব যে আমরা বিপর্যস্ত ও অভিশপ্ত নাকি আমরা এটা থেকে শিক্ষা নেব?

স্প্রিংস্টারে আমরা দ্বিতীয় পছন্দটাই বেছে নিই। একটা ব্যর্থতা বা হতাশা থেকে আবার উঠে দাঁড়ানোর সেরা উপায় হল এটা থেকে শিক্ষা খুঁজে নেওয়া। নিজের মনে ভাবুন, আমি পরের বার কোনটা ভিন্নভাবে করতে পারি যাতে আমার আরো ভাল ফলাফল পাওয়া নিশ্চিত হয়? প্রথমত আমি এই ফলাফল পেলাম কীভাবে?

  1. দায় স্বীকার করুন: ঘটনাগুলো ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবে ঘটে নি আর সেটা ঠিকই আছে, আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষদের ক্ষেত্রেও এমন হয়। একজন সত্যিকারের চ্যাম্পিয়ন হলেন এমন একজন মানুষ যিনি তার ভুলগুলোর দায় স্বীকার করতে পারেন আর তারপরে সেগুলো থেকে শিক্ষা নিতে পারেন।

  2. এর শিকড় পর্যন্ত যান: কোনটা পরিকল্পনা মাফিক এগোয় নি তা বোঝার জন্য কিছুটা সময় নিন। আপনি হয়ত পড়াশোনা করার জন্য যথেষ্ট সময় দেন নি কিংবা আপনার খরচগুলো ভুল হিসেব করেছিলেন। পরিস্থিতিটা কীভাবে ভেঙে পড়েছিল তা একবার বুঝতে পারলে, এগুলোকে আবার জোড়া লাগানো সহজ হবে।

  3. প্রয়োগ করুন: কোনটা ভুল হয়েছিল আপনি এখন তা বুঝতে পেরে যাওয়ার পরে, পরের বার ব্যাপারটা যাতে আরো ভালভাবে ঘটে তা নিশ্চিত করার জন্য একটা পরিকল্পনা প্রস্তুত করার সময় এসেছে। পড়াশোনার জন্য আরো বেশি সময় দেওয়া বা আপনার ব্যবসার খরচ কমানো যাই হোক না কেন - যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রয়োগ করা শুরু করুন যাতে আপনি আপনার স্বপ্নের আরো কাছাকাছি পৌঁছে যেতে পারেন।

  4. অনুপ্রাণিত থাকুন: যতক্ষণ না সঠিকভাবে এটা করতে পারছেন ততক্ষণ চেষ্টা করুন, কারণ অবশেষে এটা পুরোপুরি সঠিকভাবে হবেই।

  5. অজুহাত দেবেন না: যে কোনো ভুলত্রুটির ব্যাপারে নিজের প্রতি সৎ থাকুন এবং এগুলোকে শিক্ষালাভের অংশ হিসেবে এবং আপনার সাফল্যের পথের মাইলফলক হিসেবে ব্যবহার করুন।

আপনার ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে, আপনি কি একজন রাণীর মতো আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা শুরু করতে প্রস্তুত? আপনি এগিয়ে চলুন!

Share your feedback