আমার লুকনো প্রতিভার আবিষ্কার

আমার আত্মবিশ্বাস কীভাবে অন্যদের উজ্জীবিত করতে সাহায্য করে

এই এখানে সবাইকে বলছি! আমার নাম সোফিয়া, আমার বয়স 14 আর আমি একটা শান্ত শহরে আমার মা এবং দিদিমার সঙ্গে থাকি এই শান্ত শহরে সচরাচর তেমন কিছু ঘটে না। দুর্ভাগ্যবশত, একদিন রাত্রে, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। স্থানীয় প্রাথমিক স্কুলের দুটি ক্লাসরুম পুড়ে যায়। সৌভাগ্যক্রমে, কারোর জখম হয়নি, কিন্তু পঞ্চম এবং চতুর্থশ্রেণির ক্লাস বাইরে শুরু করতে হয়।

আমি প্রতি রবিবার আমার দিদার কাছে যেতাম। পৃথিবীতে এই কাজটিই আমার সবচেয়ে প্রিয় তা নয়, কিন্তু আমাকে কিছু করার সুযোগ এনে দিতো এই কাজটি, বিশেষত স্কুলছুটি থাকার সময়। একদিন, দিদার প্রতিবেশী আমাদের বলে মহানগরের এক বিশাল নির্মাণ কোম্পানি রেডিও থেকে ক্লাসরুমের অগ্নিকান্ডের কথা শুনেছে এবং তারপর নতুন করে নির্মাণের জন্য ইমারতীদ্রব্য দান করেছেন। এখন, স্থানীয় মানুষজন চাইছেন ক্লাসরুম তৈরি করতে সাহায্য করার জন্য কিছু স্বেচ্ছাকর্মী।

আমার ছাত্রদের জন্য সত্যিকারেই খুব খারাপ লাগছিল এবং চাইছিলাম সাহায্য করতে। বাস্তবে সত্যি বলতে কী, স্বেচ্ছাসেবীর কাজে একটু নার্ভাস বোধ করছিলাম কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমি কোন কাজের নই আর নির্মাণের কাজ তো কিছুই জানি না। কিন্তু মনস্থির করে ফেললাম আমি চেষ্টা করবো, যেহেতু ছুটির সময় সেরকম কোন কাজ থাকতো না আমার।

তারা আমায় প্রশাসনিক দলে অন্তর্ভুক্ত করে, আমাদের কাজ ছিল নিশ্চিত করা যে উপকরণগুলি স্বেচ্ছাসেবীদের দ্বারা যথার্থরূপে ব্যবহৃত হচ্ছে। আমরা মহা সমস্যায় হয়তো পড়ে যেতাম যদি ক্লাসরুম পুরো তৈরি হবার আগেই সিমেন্ট ফুরিয়ে যেতো! প্রতিদিন আমি স্বেচ্ছাসেবীদের কতটা পরিমান জিনিস দিচ্ছি এবং কতটা ফেরত থাকছে তা লিখে রাখতাম। এ এক মহা দায়িত্ব এবং প্রথমদিকে আমার ভুল হতো। কিন্তু আমি ধৈর্য্য ধরে ছিলাম এবং যতদিন গেল আমার কাজ ভলো হচ্ছিল এবং সবার কাছে ফোকাস হচ্ছিলাম।

বিল্ডিং তৈরি হতে চার সপ্তাহ লাগলো, কাজ সম্পন্ন হলে আমি নিজেও বাস্তবিক অর্থে গর্ব বোধ করছিলাম। এই কথাটা ভেবে, আমি সবসময় খুব ভালো পরিকল্পনা করতে পারি। উদাহরণস্বরূপ, আমার মা সর্বদা ছুটিরদিনের অনুষ্ঠানে কী কী খাবার হবে তার প্ল্যান করতে বলেন। যাইহোক, অন্যদের কাছে আমার প্রতিভা এই কাজটি করার জন্য প্রকাশিত হলো এবং কোন একটা বিষয় ভালো পারি তাও প্রমাণিত হল! তুমিও কেন এরকম কিছু করছো না? তুমি হয়তো জানোই না কোন গুপ্ত প্রতিভা তোমার মধ্যে লুকিয়ে রয়েছে স্বেচ্ছাসেবা হয়তো সাহায্য করবে তা উন্মুক্ত করতে!

আমার ক্ষেত্রে, সুপ্ত প্রতিভার উন্মোচন আরো সাহায্য করে নিজেকে অন্যদের চোখে গুরুত্বপূর্ণ করে তুলতে এবং নিজেও আত্মবিশ্বাসী হয়ে উঠি এবং নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত হই। আরো ভালো হয়েছে- এর ফলে আমি যথেষ্ট নিজেকে সাহসী মনে করি এবং নতুন নতুন কাজ করতে উদ্যোগী হয়ে উঠেছি!

Share your feedback