কীভাবে
কখনও কখনও আপনার সব দায়দায়িত্ব ও স্বপ্নগুলোর কারণে জীবন একটু বেশিই কঠিন মনে হতে পারে। আপনি হয়ত পরীক্ষা বা একটা বড় পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন; অথবা আপনি পকেটের অর্থ বাঁচাতে চাইছেন, কিন্তু আপনি জানেন না যে কীভাবে তা করবেন; আপনি হয়ত একটা নির্দিষ্ট চাকরির স্বপ্ন দেখছেন কিন্তু জানেন না যে এটা কীভাবে পাওয়া যায়।
আপনার মা-বাবা বা পরিচর্যাকারীর কাছে পরামর্শ চাইলে, তা আপনাকে সঠিক পথে চালিত করতে সাহায্য করতে পারে। আপনি যদি কথোপকথন শুরু করতে সমস্যায় পড়েন, তাহলে এই পাঁচটি পরামর্শ অনুসরণ করুন...
আপনার প্রাপ্তবয়স্ক জুতোয় পা রাখুন। এটা করার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে, আপনাকে তাদের দৃষ্টিকোণ থেকে আপনার পরিস্থিতিটি দেখার চেষ্টা করতে হবে। তারা আপনাকে এমন পরামর্শ দিতে পারেন যা আপনি শুনতে চান না অথবা যেটা আপনার দিক থেকে আরো কঠোর পরিশ্রম করার কথা বোঝায়। কিন্তু তারা হলেন প্রাপ্তবয়স্ক মানুষ, যারা জীবনের বিষয়ে এবং জীবনের ওঠাপড়ার সম্বন্ধে একটু বেশিই জানেন।
গল্পগুজব করার জন্য একটা সুন্দর, শান্ত সময় খুঁজে নিন আপনাদের মধ্যে যদি একটা ভাল সম্পর্ক থাকে, তাহলে আপনার পক্ষে তাদেরকে জিজ্ঞাসা করা সহজতর হবে যে আপনি তাদের থেকে পাঁচ মিনিট সময় পেতে পারেন কিনা। কিন্তু আপনি যদি খুব ঘনিষ্ঠ না হন, তাহলে বাড়ির কাজকর্ম বা তাদের কাজে সাহায্য করা এবং আপনারা যাতে কথা বলতে পারেন এমন সুযোগ তৈরি করার মাধ্যমে তাদের সঙ্গে একটা উন্নততর সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করুন।
স্পষ্টভাবে ও গোপনীয়তার সঙ্গে কথা বলুন। আপনার কোন ক্ষেত্রে পরামর্শ প্রয়োজন সেটা সঠিকভাবে লিখে নিন এবং এটা জোরে জোরে বলার অভ্যাস করুন। আপনাকে দেখে যদি আত্মবিশ্বাসপূর্ণ মনে হয় এবং আপনি যদি জানেন যে আপনি কী বলতে চান, তাহলে তারা বুঝবেন যে আপনি এই ব্যাপারে আন্তরিক এবং আরো খোলা মন রাখতে চেষ্টা করবেন।
প্রস্তুত থাকুন। আপনি যদি জানেন যে তারা আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি আপনার উত্তরগুলো সুস্পষ্টভাবে প্রস্তুত করতে পারেন এবং তাদেরকে এটা দেখতে সাহায্য করতে পারেন যে আপনি কোন সূত্র থেকে এটা বলছেন। প্রস্তুতি বলতে বোঝায় যে পরিস্থিতি অনেক বেশি মসৃণ হয়ে যেতে পারে, কিন্তু তাদের ধারণাগুলো শোনার কথাও মনে রাখুন।
একটা বিকল্প পরিকল্পনা রাখুন। আপনি যখন তাদের কাছে যাবেন, তখন তারা যদি খারাপ আচরণ করেন তাহলে এই কথাটা তুলবেন না। তার বদলে একটা গভীর শ্বাস নিন আর শান্ত থাকুন। তাদেরকে নিজের কথা বলতে দিন, তাদেরকে বলুন যে আপনি বুঝতে পারছেন তারা কেমন অনুভব করেন (আপনি কোন উদ্দেশ্যে আপনার পকেটের অর্থ খরচ করতে চান সেই ব্যাপারে তারা হয়ত একমত নন, অথবা আপনি যে চাকরির স্বপ্ন দেখছেন সেটা তারা হয়ত পছন্দ করেন না) এবং আপনি নিজের মত ব্যাখ্যা করার জন্য একটা সুযোগ পেতে চান। এমন একটা আপোসে পৌঁছাতে চেষ্টা করুন যা আপনাদের দু’জনকেই খুশি করবে। যদি সেই সময়টা তখনও সঠিক না হয়, তাহলে অন্য কোনো সময়ের জন্য কথোপকথনটা তুলে রাখুন।
আপনার জীবনে প্রাপ্তবয়স্কদের সঙ্গে কথা বলাটা কখনও কখনও একটা চ্যালেঞ্জ বলে মনে হতে পারে, কিন্তু এই পরামর্শগুলো নিশ্চিতভাবেই আপনার পক্ষে পরিস্থিতিকে একটু সহজ করে তুলতে পারে।
Share your feedback