10টা বিষয় যা ছেলেরা পছন্দ করে...

এবং মেয়েদেরও উচিত এগুলো পছন্দ করা...

অধিকাংশ ছেলেরা মেয়েদের কী পছন্দ করে ভেবে কখনো বিস্মিত হয়েছ? তুমি হয়তো আশ্চর্য হবে, কিন্তু প্রকৃতার্থে উত্তর হল এগুলো মেয়েদের কাছেও গুরুত্বপূর্ণ! সুতরাং পড়ো এবং জানো সেইসব বিষয় যা তোমার নিজের জন্য করা উচিত... শুধু ছেলেদের জন্য নয়!

1) ছেলেরা সেইসব মেয়েদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী ... কিন্তু অনুমান করতে পারো কি - আত্মবিশ্বাসী হলে দারুণ অনুভব হয় এবং সেটা মেয়েরাও পছন্দ করে। সুতরাং তোমার নিজের সুবিধের জন্যই আত্মবিশ্বাসী হও। ছেলেদের জন্য নয় - তোমার নিজের জন্য!

2) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা কথা বলে এবং যে কোনো বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে... কিন্তু তোমার শুধুমাত্র ছেলেদের জন্য কথা বলা উচিত নয়। অন্য যে কারোর মতোই মেয়েদের কথাও সমান গুরুত্বপূর্ণ। সুতরাং মতামত দাও এবং জিতে আসো।

10_things_boys_love_2.png

3) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা পারে নিজস্ব সিদ্ধান্ত নিতে ... এবং তোমার নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণ দারুণ অনুভূতি। আমাদের, মেয়েদের উচিত সবসময় নিজের জন্য উঠে দাঁড়ানো, কে কী ভাবছে বা বলছে সেটা কোনো বিষয়ই নয়। তোমার জীবন তোমার! #powerwomen

4) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা স্মার্ট ... কিন্তু কে সপ্রতিভ ব্যক্তিদের প্রশংসা করে না? তোমার শিক্ষা সম্পর্কে আগ্রহী হওয়া এবং শান্তভাবে শেখা... শুধু ছেলেরা পছন্দ করে বলেই জরুরি নয়, বরং তুমি কী হতে চাও এটা তার জন্য তোমাকে সাহায্য করবে! এবং সেটাই বেশি গুরুত্বপূর্ণ!

10_things_boys_love_4.png

5) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা ‘উৎসাহদাত্রী’... এবং মেয়েরা অন্য মেয়েদেরকেও উৎসাহ দিতে ভালোবাসে। মানুষকে সর্বাত্মক সাহায্য করা এবং তোমার বন্ধুদের পাশে দাঁড়ানো সবসময় ভালো কাজ!

6) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা স্ট্রং... এবং মেয়েরাও স্ট্রং হতে পছন্দ করে। ভালো হয় তুমি এটা বিশ্বাস করলে যে তুমিও বাধা পেরোতে পারো। #nolimits

10_things_boys_love_6.png

7) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা মানিয়ে নিতে পারে... এবং মেয়েরাও সেটা করতে ভালোবাসে, কেননা মানিয়ে নেওয়া সবার কাছেই আকর্ষণীয় ব্যাপার! সংঘবদ্ধভাবে সম্পাদিত কাজই স্বপ্নকে বাস্তবায়িত করে। ছেলে ও মেয়েদের মন এক হলে দুর্দান্ত কাজ হয়। সুতরাং কাজ শুরু করো!

8) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা তাদের স্বপ্ন পূরণ করে ... এবং মেয়েরাও এটা ভালোবাসে। সুতরাং ব্যর্থতার জন্য ভীত হয়ো না, সাহসী হও এবং তোমার স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ গ্রহণ করো!

10_things_boys_love_8.png

9) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা পজিটিভ... এবং পজিটিভ থাকা আমাদের ব্যক্তিগত শক্তি ও উন্নয়নে খুব সাহায্য করে। জীবনে কঠিন বিষয় ঘটতেই পারে, কিন্তু নেতিবাচক দিকগুলোয় মনঃসংযোগ রেখো না। সমাধানের দিকে তাকাও এবং তোমার সমস্যাগুলোতেই আটকে থেকো না।

10) ছেলেরা সেইসব মেয়েদেরকে পছন্দ করে যারা নিজেদের ভালোবাসে... এবং Springsters আমাদের সেই ভালোবাসা প্রদর্শন করে। তোমার ভেতরের সৌন্দর্য দেখতে শেখো, কারণ তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে!

10_things_boys_love_10.png

এমনকি যদিও এইসব হল সেইসব বিষয় যা ছেলেরা পছন্দ করে, এইসঙ্গে তারা ভাবে যে তোমার থাকা উচিত নিজের প্রতি ভালোবাসা এবং সেটা কোনো ছেলের কারণে নয়।

সুতরাং মেয়েরা - তোমরা নিজের ভালোর জন্য নিজের বিকাশ ও উন্নয়নে গুরুত্ব দাও এবং অন্যরা কী ভাবে সেই জন্য নয়। এর জন্য তুমি শেষে অনেক বেশি আনন্দ পাবে!

Share your feedback