যৌন শিক্ষা

লজ্জা পেওনা, এমনকি ফুলেদেরও প্রজনন হয়!

যৌনতা একটা বিশাল বিষয় -- তা মাত্র একটা নিবন্ধে প্রকাশ করার পক্ষে অনেকটাই বড় বিষয়--তাই আমরা সেটিকে কয়েকটি প্রতিবেদনে ভাগ করে নিয়েছি।

একদম শুরু থেকে শুরু করা যাকঃ এটি কি এবং লোকেরা কেন এটা করতে চায়?!

যৌনক্রিয়ার মাধ্যমেই মানুষ ও প্রাণীরা বংশবৃদ্ধি করতে পারে; এবং এর সমস্তটাই জীবনের একটা অংশ। ধরা যাক, প্রজাপতি। দেখে মনে হয় যে, তারা বাগানে আনন্দে ওড়াওড়ি করছে, কিন্তু আসলে তারা ফুলের পরাগরেণু ছড়িয়ে পরাগায়নে সহায়তা করে এবং তাদের মাধ্যমে এই পৃথিবী আরো ফুলে ফুলে ভরে ওঠে। তা অসাধারণ নয় কি?

আমরা যখন সত্যিই কমবয়সী থাকি, আমাদের মন ও শরীর প্রজননের জন্য প্রস্তুত থাকে না। কিন্তু আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে, যখন আমরা পরিণত হতে শুরু করি। যেটিকে তোমরা "বয়ঃসন্ধি" বলে চেনো। এই সময়ে শরীরে অনেকটা পরিমাণ শারীরিক ও হরমোনগত পরিবর্তন হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে সাধারণতঃ 10 থেকে 14 বছর বয়সে বয়ঃসন্ধি শুরু হয়ে থাকে। (ছেলেদের ক্ষেত্রে, বয়ঃসন্ধি কিছু সময় পরে -- সাধারণতঃ 12 থেকে 16 বছর বয়সে হয়ে থাকে।)

মেয়েদের ক্ষেত্রে, বয়ঃসন্ধির মানে হল তার পিরিয়ড বা মাসিকের প্রারম্ভ হওয়া। একটি মেয়ের পিরিয়ড শুরু হলে তার শরীর একটি সন্তান ধারণের জন্য শারীরিকভাবে প্রস্তুত হয়ে থাকে। তবে, কেউ সন্তানধারণের দায়িত্ব নেওয়ার জন্য আবেগগতভাবে প্রস্তুত হয়েছে তা নিশ্চিত করা আলাদা একটা ব্যাপার।

বয়ঃসন্ধিকালে, অনেকেই আমাদের চারপাশের লোকেদেরকে ভিন্নভাবে দেখতে শুরু করে। এরকম কেউ থাকতে পারে যাকে তোমার এখন ভালো লাগছে; যার কথা তুমি মাথা থেকে সরাতে পারছো না! এটা কি তোমাকে বিভ্রান্ত করে তুলছে? কোনো ব্যাপার না! কাউকে ভালো লাগা একটা স্বাভাবিক ব্যাপার এবং তা বেশ উত্তেজনাময়ও হতে পারে।

তোমার শরীরে বিভিন্ন পরিবর্তনগুলি হওয়া এবং তোমার মনে যে সমস্ত চিন্তাভাবনা ও অনুভূতিগুলি ঝড় তুলছে তার সাথে যখন ভালবাসার বিষয়টি আসছে, তা তোমাকে বিভ্রান্ত করে তুলতে পারে এবং তোমার অনেক প্রশ্ন থাকতে পারে। এমনকি যৌনতা সম্পর্কেও তা হতে পারে। তুমি ভরসা কর এবং স্বচ্ছন্দে কথা বলতে পারো, এরকম কারো কাছে ধীরে ধীরে মন খুলে কথা বলে সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। তোমার শরীর সম্পর্কে বোঝা হল তোমার নিজেকে বোঝা ও ভালবাসার শুরুর পদক্ষেপ!

Share your feedback